ক্যাপশনটা দেখে হয়তো অনেকেই অবাক হবেন না। কারণ যারা ক্রিকেট ভালোবাসেন তারা মোটামুটি সবাই জানেন কেনো রিজওয়ানকে ভিন্ন গ্রহের মানুষ বলা হচ্ছে। বিশ্বের অনেক ক্রিকেটারই আছেন যারা খেলা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন, কিন্তু হয়তো একমাত্র রিজওয়ানই আছেন যার ব্যবহার-আচার দেখে মুগ্ধ বাংলাদেশ সহ গোটা বিশ্ব। ৩০ বছর বয়সী পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন।
এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে রিজওয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে নামেন। বিপিএলে রিজওয়ানের উপস্থিতি কুমিল্লা দলে একটা অন্য মাত্রা যোগ করেছে। গোটা বিশ্বের ক্রিকেট দাপিয়ে বেড়ানো রিজওয়ানের মধ্যে আপনি অহংকারের কোনো ছাপ দেখতে পাবেন না।
দর্শক হচ্ছে ক্রিকেটের অলংকার। অনেক আশা নিয়ে, প্রিয় ক্রিকেটারকে কাছে থেকে দেখতে মাঠে ছুটে আসে। তাইতো প্রত্যেক ম্যাচের শেষেই যেই দর্শকদের জন্যে ক্রিকেট, সেই দর্শকদের আবদার মেটাতে গ্যালারির পাশে গিয়ে দিয়েছেন তাদের অটোগ্রাফ, তুলেছেন তাদের সাথে সেলফি। নিজে যতটা টায়ার্ডই থাকুক না কেনো দর্শকে বুঝতে দেন না এই ক্রিকেটার।
ব্যাক্তি রিজওয়ান একজন ধর্মভীরু মানুষ। মাঠে বিভিন্ন সময় তাকে আজান পড়লেই নামাজ আদায় করতে দেখা যায়। এমনকি নিজের সাফল্যের সাথে সাথেই দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ও ভোলেন না তিনি।
রিজওয়ানের ব্যাক্তিত্ব দেখে অবাক হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তাদের কোচ সালাহউদ্দিন ও। তার ধর্মভীরুতা, ক্রিকেটের প্রতি বিচক্ষণতা, আত্মত্যাগ এ সবই মুগধ করেছে কোচ সালাহউদ্দিনকে। তাইতো তিনি বলেছিলেন:
মাত্র অল্প কয়দিন বিপিএলে খেলতে আসা রিজওয়ান ইতোমধ্যে জয় করে নিয়েছেন লাখো বাঙালি ভক্তের মন।