বিপিএলের পঞ্চম ম্যাচে আজ প্রথম খেলায় মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম দুর্দান্ত ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধিনায়ক শুভাগত হোম ও দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এই ম্যাচের টস করতে আসেন। টসে জিতে দুর্দান্ত ঢাকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। অপর দিকে দুর্দান্ত ঢাকা তাদের প্রথম মাচেই গত বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সবাইকে অবাক করে জয় তুলে নেয়।
আজকের ম্যাচে দুর্দান্ত ঢাকা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ঢাকার হয়ে লাসিথ ক্রসপুলে সর্বোচ্চ ৪৬ রান করেন, এছাড়া আলেক্স রোজ ১১, ইরফান শুক্কুর ২৭ ও তাসকিন আহমেদের ১৫ ছাড়া আর কেউই দুই অংকের রানেও পৌঁছতে পারেনি।
১৩৭ রানের ছোট লক্ষে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরুতেই উইকেট হারাতে থাকে। শরিফুল ২ উইকেট নেয়ার পর ধরে খেলতে শুরু করে চট্টগ্রাম। তানজিদ হাসান ও শাহাদাত হোসেন একটি জুটি গড়ার চেষ্টা করেন। উসমান কাদিরের বলে শাহাদাত হোসেন ২২ রানে ফিরলে ভাঙে এই জুটি।
এর পর তানজিদ হাসান তামিম ও নাজিবুল্লাহ জাদরান ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু তাসকিনের বলে ছক্কা মেরে ফিফটি পূরণ করতে গিয়ে ৪৯ রানেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম।
এর পর অবশ্য জয়ের জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি চট্টগ্রামকে। নাজিবুল্লাহ জাদরান শেষ দিকে পর পর ৩টি ছক্কা মেরে চট্টগ্রামকে জিতিয়ে মাঠ ছাড়েন।
চট্টগ্রাম চ্যালেঞ্জর্স এর একাদশ: আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসাইন দিপু, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম চৌধুরী, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসাইন, বিল্লাল খান, কার্টিস ক্যামফার।
দুরন্ত ঢাকা (প্লেয়িং ইলেভেন): মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, আলেক্সান্ডার ল্যান রস, ইরফান সুক্কুর (ডাব্লু), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম এবং উসমান কাদির।