শেষ ওভাররে নাটকীয়তায় এই ম্যাচ টাই করে গল টাইটান্স। তাই ম্যাচ চলে যায় সুপার ওভারে। সুপার ওভারে ডাম্বুলা অরা ৯ রান তুলতে সক্ষম হয়। জবাবে সাকিবদের হয়ে ব্যাটিংয়ে নেমে রাজাপাকসে মাত্র ২ বলে একটি করে চার ছক্কায় ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে সরাসরি শ্রীলঙ্কায় গেছেন সাকিব আল হাসান। সেখানে পৌঁছে আজ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। যেখানে ডাম্বুলার বিপক্ষে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ট্রুনামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্স ও ডাম্বুলা ওরার ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডাম্বুলা ওরা।
আগে ব্যাটিং করতে নেমে শুরুতে লাসিথ ক্রসপুলেকে হারায় গল। তবে আরেক ওপেনার শেভন ড্যানিয়েল দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই তরুণ ব্যাটার সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেছেন ২৬ বলে ৩৩ রান।
এরপর তিনে নেমে দলকে পথ দেখান ভানুকা রাজাপাকশে। এই টপ অর্ডার ব্যাটার দারুণ ব্যাটিং করলেও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩৪ বল খেলে ৪৮ রান এসেছে তার ব্যাট থেকে।
ভানুকা সাজঘরে ফিরলে উইকেটে আসেন সাকিব। এই অলরাউন্ডার এসেই রানের গতি বাড়ানোতে মনযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ ছক্কা আর এক চারে ১৪ বলে ২৩ রান করেছেন তিনি।
এরপর শেষদিকে দারুণ ফিনিশিং দিয়েছেন দাসুন শানাকা। অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গল।
জবাবে ডাম্বুলা অরা ব্যাটিংয়ে নেমে শুরুর দুই ওভারেই দুই ওপেনার কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দোকে হারায়।
এই ম্যাচে দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান প্রথম ওভারেই উইকেটের সম্ভাবনা জাগালেও মিস ফাইলিংয়ে একটি বাউন্ডারি হজম করেন সাকিব। ফলে প্রথম ওভার থেকে কোনো উইকেট না পেলেও ৮রান দিয়েছেন সাকিব।
সাকিব তার বোলিংয়ের দ্বিতীয় ওভারে এসে ইকোনোমিকাল বোলিং করেন। ওই ওভারে তিনি মাত্র ৩ রান দেন।
নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব প্রথম বলে ২ রান দিলেও দ্বিতীয় বলেই তুলে নেন উইকেট। তৃতীয় ওভারে ৫ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন সাকিব।
নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে ৯ রান দেন সাকিব। ফলে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ টি উইকেট তুলে নেন সাকিব।