হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ জিম আফ্রো টি ১০ লীগের তৃতীয় ম্যাচে মুশফিকের জোবার্গ বাফেলোস এর বিপক্ষে তাসকিনের বুলাওয়ে ব্রেভস মাঠে নাম।
এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নাম মুশফিকদের জোবার্গ বাফেলো। জোবার্গ বাফেলোর হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ব্যাণ্টণ ও স্মিড। প্রথম ওভারেই তাসকিনকে বোলিংয়ে আনেন বুলাওয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তাসকিন প্রথম ওভারে মাত্র ৫ রান দেন। দ্বিতীয় ওভারে আকরামের বলে দুই উইকেট হারায় জোবার্গ বাফেলো।
দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসেই তাসকিন প্রথম বলেই মোহাম্মদ হাফিজের সহজ ক্যাচ নিজেই লুফে নিয়ে প্রথম উইকেট তুলে নেন। এর পর একটি বাউন্ডারি হজম করলেও নিজের চতুর্থ বলে আবারো একটি উইকেট তুলে নেন তাসকিন। এবার তিনি রবি বোপারাকে আউট করে ফেরান। ওই ওভারেই শেষ বলে তাসকিন সরাসরি বোল্ড করে আরো একটি উইকেট তুলে নেন। ফলে এক ওভারেই ৩টি উইকেট তুলে নেন তাসকিন। তাসকিন মোট ২ ওভার বল করে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
জোবার্গ বাফেলোর ৪টি উইকেটের পতনের পরে মুশফিকুর রহিম ব্যাটিংয়ে আসেন। তিনি উইকেটে এসেই দেখে শুনে খেলতে শুরু করেন। বণ্টন মুশফিক একটি জুটিও গড়ে তোলেন। কিন্তু সিকান্দার রাজার বলে বেন্টন বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। ১৮ বলে ৩৪ রান করে ফেরেন বণ্টন।
এর পর মুশফিক এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একের পর এক বাটার আসা যাওয়ার উপরেই ছিলেন। কিন্তু মুশফিক দুর্দান্ত এক ইনিংস খেলে দলের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি। মাত্র ২৩ বল খেলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করে অপরাজিত থাকেন মিস্টার ডিপেন্ডেবল।
শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে মুশফিকের জোবার্গ বাফেলো।
জবাবে বুলাওয়ে ব্রেভস ব্যাটিংয়ে এসেই শুরু থেকেই মারমূখী ব্যাটিং শুরু করে। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে ফেলে তারা। বেশি আগ্রসী ছিলেন মাকদর্মট। কিন্তু তৃতীয় ওভারেই খেই হারিয়ে ফেলে বুলাওয়ে ব্রেভস। মাসাকাদজার এক ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তার পরের ওভারে বোলিংয়ে আসেন মুশফিকদের অধিনায়ক মোহাম্মদ হাফিজ তিনি এসেই আরেক ভেলকি দেখান। কোনো রান না দিয়েই এক ওভারে ৩ উইকেট তুলে নেন হাফিজ। সেখান থেকে খেলায় ফেরা ছিলো অবিশ্বাস্য। ওয়েবস্টার সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি। ফলে মুশফিকদের কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাসকিনের বুলাওয়ে ব্রেভসকে।