বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা প্রথম প্রহরেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। দ্বিতীয় সেশনে বাংলাদেশের কোন ব্যাটার দাড়াতেই পারেনি। বাংলাদেশ ১৩৫ রানের লিড সংগ্রহ করে । ১৩৬ রানের লক্ষে ব্যাট করতে নেমেছিলো নিউজিল্যান্ড। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড ব্যাটাররা।
এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করেছিলো। যার জবাবে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে ১৮০ রান তোলে। অর্থাৎ নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়েছিলো। যার জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রান তোলে । যার ফলে ১৩৬ রানের লক্ষ দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।
কিন্তু মিরপুরের পিচে চতুর্থ দিনে ১৩৬ রানও কঠিন লক্ষ যে কোন দলের জন্য। তবে নিউজিল্যান্ড সেই কঠিন মুহুর্ত সামলে তুলে নিয়েছে জয় । নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় ঠিকই তুলে নিয়েছে কিউইরা। জয় তুলে নিতে নিউজিল্যান্ডের ৬টি উইকেট হারায়।