এবারের বিপিএল থেকে ঢাকা ডোমিনেটর্সের বিদায় হয়ে গেছে শেষ ম্যাচেই। বিপিএল শুরুর আগে অনেক সাংবাদিকের আলোচনার কেন্দ্রে ছিলো ঢাকা, কারণ ছিলো একটাই, তারা আসলে যে দলটা সাজিয়েছিলো সেটা যারা ক্রিকেট খেলা শুধু দেখার জন্যই দেখেন তারাও বলে দিতে পারবে দলটা কেমন করবে।তারা যে তারকা ক্রিকেটারদের দলে নিয়েছিল তারাও আসলে খ্যাতির বিড়ম্বনায় ভুগছিলো। তারা অনেকেই আসলে মাঠে তাদের নিজেদেরকেই খুঁজে পাচ্ছিলেন না। ব্যাট-বল কোনো কথাই শোনেনা তাদের। কিন্তু তাদেরকে কথা শোনানোর লোক গণমাধ্যমে কিন্তু কম ছিলো না। তবে তারা সবাই আসলে প্রমান ও করেছেন তাদের নিয়ে অযথা আলোচনা হয় না। পুরো টুর্নামেন্ট জুড়ে চেষ্টা করলেও মেলে ধরতে পারেনি নিজেকে।
এবারের বিপিএলে চরম ব্যার্থতার তকমা অর্জন করেছে ঢাকা ডোমিনেটর্স। এই দলটি নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ নাসির হোসেন। একমাত্র নাসিরের কারণেই দলটা আসলে বিপিএলে কিছুটা নজর কেরেছিলো। পুরো দলে নাসির একমাত্র খেলোয়াড় ছিলেন যিনি মাঠে ও মাঠের বাইরে খেলা এবং কথা দুটো দিয়েই আলোচনা সচল রেখেছিলেন।
নাসিরের ব্যাটে পুরো বিপিএল জুড়ে রান আসায় তিনি শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। বোলিংয়েও দুর্দান্ত ছিলেন নাসির। এক কথায় বলা যায় নাসিরের জন্য এই বিপিএলটা ছিলো জ্যোষ্ঠমধু।
নাসিরের এমন পারফর্মেন্স দেখে অনেকে তো আলোচনাও শুরু করে দিয়েছে, তবে কি জাতীয় দলে ফিরছেন নাসির? এমন শিরোনামের পেছনে অবশ্য ঢাকার অন্নান্য দেশি ক্রিকেটারদের নিয়ে লেখারও কোনো সুযোগ তৈরী হয়নি। কারণ ব্যার্থতার বৃত্ত থেকে যেন বেরই হতে পারেনি ঢাকা দলের অনেক ক্রিকেটারই।
শেষ দিনের খেলা শেষে অবশ্য অধিনায়ক নাসির হোসেন অনেক কথা বলেছেন দল সম্পর্কে নাসিরের কথা
ঢাকা ডমিনেটর্সের ফ্র্যাঞ্চাইজি মালিকদের অভিজ্ঞতার অভাব ছিল, তাই ভালো মানের দল গঠন করতে পারেনি। তাছাড়া ক্রিকেটারদের প্রথম পেমেন্ট দিতে দেরি হওয়ায় আর্থিক বিষয় নিয়ে এমন সামলোচনা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নাসির হোসেন। এখন পর্যন্ত ক্রিকেটারদের ৭৫ শতাংশ পাওয়া পরিশোধ করেছে ডমিনেটর্স ফ্র্যাঞ্চাইজি।
মাঠের বাইরে সমালোচনা, মাঠের ক্রিকেটে ছন্নছাড়া পারফরম্যান্স। ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার পর থেকেই নেতিবাচক আলোচনাই বেশি হয়েছে ঢাকা ডমিনেটর্সকে নিয়ে। শেষ ম্যাচটাও খেলে ফেলেছে দলটা। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। গোটা মৌসুমে কেমন ছিল ফ্র্যাঞ্চাইজিটির পেশাদারিত্ব? ঢাকার অধিনায়ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
বিপিএলের প্রথম ঢাকা পর্ব শেষ হওয়ার পর অভিযোগ উঠে ক্রিকেটারদের প্রাপ্য অর্থ পরিশোধ করেনি ঢাকা ডমিনেটর্স। তা নিয়ে অবশ্য দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। তবে শেষ দিনে নাসির অবশ্য স্বীকার করলেন, টাকা দিতে দেড়ি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তিনি বলেন, ‘প্রথম পেমেন্টটা পেতে আমাদের দেরি হয়েছিল। আমিসহ অনেকে ৭৫ শতাংশ অর্থ পেয়েছে। ২৫ শতাংশ এখনও বাকি আছে। তারা আমাকে বলেছে, বিপিএলের চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শেষ হওয়ার একমাসের মধ্যে টাকা দিয়ে দেবে।’