সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের মধ্যেকার ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিলো সোহানের রংপুর আর মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। হিসেবে ছিলো এই ম্যাচে যে জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে। ইতোমধ্যে ফাইনালের আরেক দল নির্ধারণ হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছে। এই ম্যাচে যে দল জয় লাভ করবে তারাই ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।
সিলেট বনাম রংপুর ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে রংপুর। শুরুতে সিলেটের হয়ে ওপেনিং করতে নামেন তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই দেখে শুনে ধীর গতিতে খেলা শুরু করেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে সিলেট।
এই জুটির ৬৫ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত শেখ মেহেদীর বলে এলবিডাব্লিউ এর ফাঁদে পরেন। কিন্তু নিজের আউট মানতে নারাজ শান্ত। তিনি রিভিউ নেন রিভিউ দেখেও আউট মানতে পারেননি শান্ত। আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে শেষ পর্যন্ত রাগ নিয়ে মাঠ ছাড়েন। ৩০ বল খেলে ৪০ রান করে ফেরেন শান্ত।
এর পরেই ব্যাটিংয়ে আসেন মাশরাফি বিন মর্তুজা। তিনি উইকেটে এসে প্রথম বলেই ছয় হাঁকান। মাশরাফি মারমূখী শুরু করলেও ওপর প্রান্তে তৌহিদ হৃদয় সেই ওভারেই হাসান মাহমুদের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ২৫ বল খেলে সমান ২৫ রান করে আউট হন হৃদয়।
এর পর উইকেটে আসেন জাকির হাসান। মাশরাফি-জাকির হাসান বেশ কিছুক্ষন ব্যাটিং চালিয়ে যান। জাকির ১৩ বল খেলে ১৬ রান করে ফেরেন।
এর পর ব্যাটিংয়ে আসেন রায়ান বার্ল। বার্ল ৯বলে ১৫ রান করে ফেরেন। মাশরাফি ১৬ বলে ২৮ রান করে ফেরে।
শেষ দিকে জর্জ লিন্ডে ও থিসারা পেরেরা ঝড় তুলে ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করে। ১৮৩ রানের লক্ষ্য দাঁড়ায় রংপুরের সামনে।
এরপর ব্যাটিংয়ে নামে রংপুর। রংপুরের হয়ে এদিন ওপেনিং করতে নামেন রনি তালুকদার ও স্যাম বিলিংস। শুরুতেই স্যাম বিলিংসের উইকেট হারায় রংপুর। চার বল খেলে মাত্র ১ রান করে তানজিম সাকিবের বলে আউট হয়ে ফেরেন তিনি। এর পর ব্যাটিংয়ে আসেন শামীম পাটোয়ারী। আগের ম্যাচে অসাধারণ খেলা শামীম এই ম্যাচে ১১ বল খেলে ১৪ রান করে আউট হন।
এর পর নিকোলাস পুরান এসে মিরপুরের মাঠে ঝড় তোলেন। কিন্তু তাকে বেশিক্ষন টিকতে দেয়নি মাশরাফি বাহিনী। কিন্তু অল্পকিছুক্ষনের ঝড়ে ১৪ বলে ৩০ করে ফেরেন পুরান।
এর পর নুরুল হাসান সোহান আসেন ব্যাটিংয়ে। একদিকে একের পর এক উইকেট যেতে থাকলেও অন্যদিকে রনি তালুকদারকে যেনো কোনো ব্যাটারই আউট করতে পারছিলেন না। এবারের বিপিএলে দুর্দান্ত খেলতে থাকা রনি এই ম্যাচেও নিজের অর্ধ শত রান তুলে নিয়ে দারুন খেলতে থাকেন। নিজের ৫০ তুলে নেয়ার পর যেনো আরো মারমূখী হয়ে ওঠেন রনি।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে আজ খেলছেন যারা :
মাশরাফি বিন মোর্তাজা, নাজমুল হোসাইন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রাহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসাইন, তানজিম হাসান সাকিব
রংপুর রাইডার্সের হয়ে আজ খেলছেন যারা:
নুরুল হাসান সোহান, রবিউল হক, রনি তালুকদার, শামীম পাটুয়ারী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মাহাদী হাসান, ডোয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, নিকোলাস পুরান, দাসুন সানাকা