এবারের বিপিএলে সাকিবের ফরচুন বরিশাল অসাধারণ পারফর্ম করছে। আজ পুর্ব নির্ধারিত সময়ে তারা ঠিক ১১টায় অনুশীলন করতে মাঠে আসে। প্রথম দিকে তাদের দলের কম্বিনেশন দেখে অনেকে ধারনা করেছিলো,পার্ফরমেন্সের বিচারে এবার তারা পিছিয়ে পরবে। কিন্তু মাঠে পরের দিকে তাদের চিত্র ছিলো ভিন্ন।
আজ অনুশীলনে এসে প্রথমে তাদের টিম মিটিং সেরে দুই দলে ভাগ হয়ে অনুশীলনের অংশ হিসেবে ফুটবল ম্যাচ শুরু করে। প্রায় ১০ মিনিট খেলার পরে ১-০ গোল দিয়ে খেলার সমাপ্তি ঘটে।এর পর কিছুক্ষণ ব্যাটিং বোলিং ও ফিল্ডিং অনুশীলনে মনোনিবেশ করে সবাই।
বরিশাল দলের অনুশীলন দেখে মনে হয়েছে কোচ, কোচিং স্টাফ আর ক্রিকেটারদের মদ্ধে আনন্দের শেষ নেই। আসলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দলের জয়ে সবাই মহা খুশি। তাইতো কোচের সাথেও ক্রিকেটাররা আনন্দ ঠাট্টায় মেতেছিলো।
অনুশীলনে ছিলেন না তাদের দলের সেরা ক্রিকেটার সাকিব। আগের খেলায় দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়ে স্ত্রী কে বিদায় জানাতে ঢাকায় চলে যান। আজ ম্যাচ না থাকার কারনে অনুশীলন করতে দেখা যায়নি তাকে।
অনুশীলনে দুরন্ত মিরাজকে তার নিজের ধারায় অনুশীলন করতে দেখা যায়। তাইতো ফিল্ডিং প্রাক্টিসের সময় ৭টা থ্রো করে ৬টাই স্টাম্পে লাগান মিরাজ।
অনুশীলন করাচ্ছিলেন তাদের কোচ মিজানুর রাহমান। আরেক কোচ ফাহিম আহমেদ দূরে দাড়িয়ে তাদের পর্যবেক্ষণ করছিলেন। এবাদত, ইফতেখাররা পরের ম্যাচে নিজেদের তুলে ধরতে ভালো ভাবেই ঝালিয়ে নিয়েছেন নিজেদেরকে।