বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওডিআইতে টসে হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে ভারতকে। কিন্তু ম্যাচের শুরুতেই অঘটন ভারতীয় ক্রিকেট দলে। সিরাজের করা ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্যাট করছিলেন এনামুল হক বিজয়। বিজয় সিজরাকের করা আউট সাইড অফ স্টাম্পের দুর্দান্ত এক গতিময় ডেলিভারি ব্যাট লাগাতেই এজ হয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। কিন্তু এতো গতিময় বলের ক্যাচ ধরতে গেলেই ঘটে অঘটন। ক্যাচ ধরতে হাত বাড়াতেই হাতের আঙুলে বল লেগে সাথে সাথে রক্ত বের হতে শুরু হয় হাত থেকে। হাতে এতো জোরেই ব্যাথা পেয়েছিলেন রোহিত যে কারণে ক্যাচটি ফেলে দিতে বাধ্য হন ভারতের অধিনায়ক।
এর পর তিনি আর মাঠে থাকতে পারেন নি। সাথে সাথে ফিজিও অবস্থা খারাপ দেখে তাকে নিয়ে মাঠের বাইরে চলে যান। পরোক্ষনে জানা যায় হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে রোহিত শর্মাকে।