পাকিস্তান সুপার লিগের আজকের ম্যাচে মুখোমুখী হয়েছিলো করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স করাচি কিংসকে ৬ রানে হারিয়ে দিয়েছে।
করাচি কিংস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও মার্টিন গাপটিল। শুরুতেই জেসন রয় ২বল মোকাবেলা করে ০ রানেই আউট হয়ে ফেরেন। অন্যদিকে মার্টিন গাপটিল অতি দানবীয় শর্ট খেলে একাই ১১৭ রান নিয়ে দলকে একটা ভালো পুঁজি এনে দেয়।
কোয়েটা গ্লাডিয়েটর্সের মার্টিন গাপটিল ও ইফতেখার আহমেদ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরেও পৌঁছতে পারেনি।
কোয়েটার মার্টিন গাপটিল মাত্র ৬৭ বলে বিস্ময়কর ১১৭ রানের ইনিংস খেলে দলকে একটি নির্ভরযোগ্য স্কোরে পৌঁছাতে দেন। অন্যদিকে ইফতিখার আহমেদ ২৭ বলে ৩২ রান করতে পেরেছিলেন। যার ফলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৬৮ রান সংগ্রহ করে।
১৬৯ রানের লক্ষে ব্যাট করতে নামে করাচি কিংস। করাচির হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে আসে শারজিল খান ও জেমস ভিন্স। শারজিল ৫ বল মোকাবেলা করে কোনো রান করার আগেই মোহাম্মদ নওয়াজের বলে আউট হয়ে ফেরেন। এর পর হায়দার আলী নেমেও একই ঘটনা ঘটান। তিনি ৪ বল খেলে ০ রান করে ফেরেন। শারজিল খান এবং হায়দার আলীকে শূন্য রানে আউট করে করাচি কিংসকে শুরুতেই ধাক্কা দেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এর পর দলের হাল ধরেন সোয়েব মালিক। এদিকে, জেমস ভিন্স ১৪ বলে ২২ রান করতে পেরেছিলেন, কিন্তু শোয়েব মালিক ৪৯ বলে ৭১ রান করে দলকে লড়াইয়ের সুযোগ এনে দিয়েছিলেন, তবে শেষ দিকে ইরফান খান ছাড়া বাকি ব্যাটিং লাইনআপ পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় তার প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। ইরফান ইনিংসের শেষের দিকে ২৬ বল খেলে ৩৭ রান করতে পেরেছিলেন। জয়ের লক্ষ থেকে মাত্র ৬ রান পেছনে থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান তুলতে পারে তারা। ফলে এই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।