টানটান উত্তেজনার শেষ টি২০ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় টি২০ ম্যাচ জিতে নিলো আয়ারল্যান্ড। জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও হার নিয়ে ফিরলো বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ব্যাটাররা ১৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে ম্যাচ জিতে নেয়।
বাংলাদেশ ওডিআইতে আয়ারল্যান্ডকে ডমিনেট করলেও টি২০ তে মুখ থুবড়ে পড়েছে আয়ারল্যান্ডের সামনে। তিনিটা ম্যাচেই জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে সুবর্ণা মুস্তারী ৪৩ বলে ৪৫ রান, মুর্শিদা ১২ বলে ১২ রান, শারমিন আক্তার ৩৩ বলে ৩৪ রান ছাড়া বলার মত কেউই আর রান করতে পারেনি। তাদের রানে ভর করে বাংলাদেশ ১২৩ রান সংগ্রহ করে।
জবাবে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে এমি হান্টার ২৪ বলে ২৮ রান , গ্যাবি লুইস ২৪ বলে ২১ রান, লেহ পল ১৩ বলে ১১ রান, লরা ডেলানি ৩১ বলে ৩৬ ও রেবেকার ২২ বলে ১৯ রানে ভর করে ১২৪ রান তুলে ম্যাচ জয় করে আয়ারল্যান্ড।