এশিয়া কাপের প্রাকটিস শিডিউল অনুযায়ী আজকে বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। গতকালের অনুশীলন শেষে হোটেলে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট দল সিদ্ধান্ত নেয় আজকে অনুশীলন করার। সেই অনুযায়ী পুরো দল রাত ৯ টার মধ্যে দুবাইয়ের মাঠে অনুশীলন করতে উপস্থিত হয়। এসময় বাংলাদেশ দলের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলকেও মাঠে অনুশীলন করতে দেখা যায়।
তাসকিন, মুস্তাফিজদের বোলিং ঝালাই করতে দেখা যায় পেস বোলিং কোচ এর সামনে। অন্যদিকে স্পিন বিভাগের দুই সেরা স্পিনার সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসানকে বোলিং প্র্যাক্টিসে দেখা যায়। এই ৪ বোলারই হয়তো আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে বোলিং সামলাবেন।
আজকে স্বীকৃত দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে ব্যাটিং প্রাকটিস করতে দেখা যায়। যা দেখে বাংলাদেশ দলের গেমিং প্ল্যান সম্পর্কে ধারণা করা যায়। এই দুজনই হয়তো এশিয়া কাপ ২০২২ এ বাংলাদেশ দলের ওপেনিং জুটি হতে যাচ্ছে। এর পরে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে বড় শর্ট খেলার প্র্যাক্টিস করতে দেখা যায়। মাহমুদুল্লাহ রিয়াদ ৬/৪ মারার দিকেই বেশি আগ্রাসী ছিলেন।
অনুশীলনে সাকিব আল হাসানকে বোলিং,ব্যাটিং ও ফিল্ডিং বিষয়ে তদারকি করতে দেখা যায়। তিনি প্রত্যেক বিভাগের কোচদের সাথেও আলাপে ব্যাস্ত থাকেন। সাকিবের মাঠে তৎপরতা দেখে বোঝাই যাচ্ছিলো এই ম্যাচ গুলো নিয়ে তিনি কতটা সিরিয়াস।
যেহেতু বাংলাদেশ দলের পাশের নেটেই পাকিস্তানী ক্রিকেটারেরা প্র্যাক্টিস করছিলেন তাই সাকিব আল হাসানকে এ সময় পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুস্তাকের সাথে আলোচনা করতে দেখা যায়।
বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরান শ্রীরামকে এ সময় হাবিবুল বাসার, সুজন ও কোচদের সাথে টিম প্ল্যান করতে দেখা যায়।
অনুশীলনের সময় হাবিবুল বাসার সুমন গণমাধ্যমের সাথে কথা বলেন, এ সময় হাবিবুল বাসার জানান