বাংলাদেশ বনাম আফগানিস্তান একমাত্র টেস্টের প্রথম দিনে ম্যাচ শুরুর আগে সকালে কিছুটা মেঘলা আকাশ দেখা গেলেও ম্যাচ শুরুর আধা ঘন্টা আগেই তপ্ত রোদ দেখা যায় মিরপুরের আকাশে। সেই সাথে রোদের প্রখর তাপও উপলবন্ধী করা যায়।
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু মাঠে এই গরমে ফিল্ডিং করাটা যে কত কঠিন তা হারে হারে টের পেয়েছে আফগান দল। ম্যাচ শুরুর কয়েক মিনিট পর থেকেই তাদের গরমের অস্বস্তি দেখতে পাওয়া যায়।
মাঠে ক্রিকেটারদের গরমের অস্থিরতা দেখে আফগান দলের রিজার্ভ বেঞ্চে বসে থাকা ক্রিকেটারেরা মাঠের চারপাশ ঘুরে ঘুরে মাঠের ভেতরে ক্রিকেটারদের পানি সরবরাহ করতে থাকে। কিন্তু তার পরেও গরমের প্রবণতা সহ্য করতে পারছিলো না আফগান ক্রিকেট দল। তাই তাদের জন্য দেখা যায় ভিন্ন ব্যবস্থা করতে। সাদা টাওয়েল ভিজিয়ে রিজার্ভে থাকা ক্রিকেটারেরা মাঠের চার পাশ দিয়ে ক্রিকেটারদের দিতে থাকেন। ফিল্ডিং এর ফাঁকেফাঁকে তাদের দেখা যায় টাওয়েল ব্যবহার করছেন ঘাড় ঠান্ডা করতে ও পাশাপাশি মাথার উপরে টাওয়েল নিয়ে ছায়া পোহাতে।