লাল গাড়িতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টে হটাৎ আগমন তামিম ইকবালের। তবে হোম গ্রাউণ্ড খ্যাত মিরপুর স্টেডিয়ামে এসে এদিন তামিম ইকবালের গন্তব্য ছিলো কমেন্ট্রি বক্সের দিকে। এ সময় মিরপুর স্টেডিয়ামের সকল গণমাধ্যমের ক্যামেরা তামিম ইকবালের দিকে। আজ তামিম খেলতে নয় খেলার ধারাভাষ্য দিতে এসেছিলেন। বাংলদেশ দলের প্রথম প্রহরের খেলা শেষে লাঞ্চ বিরতিতে যায় দল। লাঞ্চ বিরতির পরের সেশনে কমেন্টিতে যোগ দেন তামিম ইকবাল। কমেন্ট্রেটর শামীম চৌধুরী ও আতাহার আলী খান প্রথম প্রহরে কমেন্ট্রি বক্সে থাকলেও পরের প্রহরে তাদের সাথে যুক্ত হন তামিম ইকবাল। প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে কমেন্ট্রি দিতে দেখা যায় তামিম ইকবালকে।
ধারাভাষ্যের সাথে তামিমের পরিচয় ২০২২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়, যেখানে তিনি প্লে অফের আগে তার দল মিনিস্টার ঢাকা বাদ পড়ার পরে তাকে ধারাভাষ্যে যুক্ত হতে দেখা যায়। তখন তার সাথে ছিলেন আতাহার আলী খান। তবে এবার তিনি সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যের সাথে যুক্ত হলেন।
তামিম ইকবাল তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গতকালই জানিয়ে দিয়েছিলেন তিনি আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে কমেন্ট্রি দিবেন। তামিম সেখানে জানান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় প্রথম দিনের কমেন্ট্রি বক্সে থাকবেন তিনি। তামিম সেখানে জানান দুপুর ১২: ৪০ মিনিট থেকে ০১:১০ মিনিট পর্যন্ত ও ০১:৪০ থেকে ০২:১০ মিনিট পর্যন্ত কমেন্ট্রি বক্সে থাকবেন তিনি।
তামিম ইকবালের নতুন এ যাত্রায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।