সাকিব আল হাসান যেনো থামছেনই না। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সাকিবের এমন পারফর্মেন্স বাংলাদেশের জন্য আসার বাণী। কানাডা লিগে আজ মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে দারুন পারফর্ম করেছেন সাকিব আল হাসান।
এই ম্যাচে সাকিবদের দল মন্ট্রেয়াল টাইগার্স টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে মিসিসাগা প্যান্থার্স এর ওপেনিং ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারে নি। টম কুপার আর গেইল দুজনেই সমান ৩ বল খেলে ১ রান করে আউট হয়।
এর পরে নভনিত ডালিওয়াল ও উইকেট রক্ষক ব্যাটার আজম খান মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই জুটি ভেঙে দেন সাকিব আল হাসান। সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডাব্লিউ এর ফাঁদে পা দিয়ে ১৯ বলে ২৬ রান করে আউট হন আজম খান।
এর পর নিশাম উইকেটে এসে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ৩৫ বলে ৫৪ রান করে দলকে সম্মান জনক একটা স্কোর দাঁড় করিয়ে দেয়। নভনিত ৪৭ বল খেলে ৪৬ রান করে আউট হওয়ার পর আর কেউ তেমন বলার মত রান করতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করে মিসিসাগা প্যান্থার্স।
সাকিব ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তাদের দলের সবচাইতে সফল বোলার কালিম সানা। চার ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে একটি ওভার মেডেন ও হয়।
জবাবে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে ব্যাট করতে নামেন ক্রিস লিন ও মোহাম্মদ ওয়াসিম। শুরুর দিকেই ২ বল খেলে ৪ রানে ওয়াসিম আউট হয়ে ফিরলে সাকিব ব্যাটিংয়ে নামেন। সাকিব ক্রিস লিন মিলে দলের রান দ্রুত বাড়াচ্ছিলেন। দুর্দান্ত ব্যাটিং করছিলেন দুজনই। সাকিব ৫টি চার আর আর দুটি ৬ এর মারে মাত্র ২৪ বল খেলে ৩৬ রান করেন। উসমান কাদিরের বলে উইকেট রক্ষক আজম খানের হাতে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন সাকিব।
এর পর রাদারফোর এসে ২০ বল খেলে ২৭ রান করেন অন্যদিকে ক্রিস লিন ৪৫ বলে ৬৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।