বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন চট্টগ্রাম টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম বিপিএলের প্রথম ম্যাচ হারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলো তারা আর্জেন্টিনার মত ঘুরে দাঁড়াবে। এখন মনে হচ্ছে আর্জেন্টিনার উদাহরণ টেনে যেনো তারা আর্জেন্টিনা নামটাকেই অপমান করেছে। আর্জেন্টিনার সাথে তুলনা করার মত যোগ্যতাই নেই তাদের।
ম্যাচের শুরুতে চট্টগ্রামের হয়ে ওপেন করতে নামেন ওসমান খান ও ম্যাক্স ও দাউদ। কিন্তু এদিনও তাদের উদ্বোধনী জুটি মুখ থুবড়ে পরে। ৫টি বল খেলে ডাক মারেন উসমান। এর পর আফিফ নামতেই রান ওঠা শুরু হয়। আগের ম্যাচে দুর্দান্ত খেলা আফিফ এ ম্যাচেও ভালো খেলতে শুরু করেন। কিন্তু মাত্র ২১ বল খেলে ২৯ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হয়ে ফেরেন তিনি। আফিফের পরে আসা বাকি তিন ব্যাটার ও বলার মতো তেমন রান করতে পারেন নি। ইরফান শুক্কুর ৫, রাসুলি ১১ ও জিয়াউর রহমান ২ রান করে ফেরেন। ম্যাক্স ও দাউদ ২৪ বল খেলে ২৪ রান করে ফেরেন।
এর পর চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম উইকেটে এসে শেষ দিকে ঝড় তোলার চেষ্টা করেন। ২৩টি বল খেলে ৩৭ রানের অসাধারন একটা ইনিংস ও খেলেন। শেষ পর্যন্ত নট থেকেই মাঠ ছাড়েন তিনি।
শেষের দুই ব্যাটার মৃত্যুঞ্জয় ৭ আর রানা ১৩ রান করে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম।