তামিম আহমেদ। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটার। এক পায়ে জন্মগত সমস্যা বাধা হতে পারেনি তার ক্রিকেটার হওয়ার স্বপ্নে। সব প্রতিবন্ধকতা জয় করে চালিয়ে যাচ্ছে ক্রিকেট। তামিমের এই অদম্য ইচ্ছা শক্তিকে সম্মান জানিয়েছে চিটাগং কিংস।ক্রিকেটের প্রতি তামিমের এই ভালবাসাকে স্বীকৃতি দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে চিটাগং কিংস এর নেটে বোলিংয়ের জন্য।
চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘আমরা ক্রিকেটকে ভালবাসি। যারা ক্রিকেট ভালবাসে তাদের পথচলায়ও আমরা সঙ্গী হতে চাই। তাই শুধু তামিম নয়, ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের প্রতিও চিটাগং কিংসের সম্মান এবং ভালবাসা থাকবে একই রকম। আমরা বিশ্বাস করি তারা প্রত্যেকেই তাদের রাজ্যে একেকজন রাজা।’