বাংলাদেশের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। দেশেএবং দেশের বাইরে যে কেনো সিরিজেই দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে সাথে থাকেন সুজন অথচ বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। দেশেএবং দেশের বাইরে যে কেনো সিরিজেই দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে সাথে থাকেন সুজন অথচ বাংলাদেশ দলের সাথে সব সময় যে খালেদ মাহমুদ সুজনকে দেখা যায় দেশের মাটিতে খেলা হলেও তিনি কেনো নেই দলের সঙ্গে? উত্তরটা খুঁজতে খোদ খালেদ মাসুদের মুখোমুখি ক্রিকেট টুডে। আজ Prime Bank National School Cricket tournament এর খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সুজনকে এই প্ৰশ্ন করা হয়। সুজন বলেন”সত্যি কথা বলতে নিজেরও অনেক কাজ আছে, আর আমরা তো আছিই, যেহেতু বোর্ডের সাথে আছি তার মানে আমরা দলের সাথে আছি, শুধু ড্রেসিং রুম পর্যন্ত যেতে পারি না। আর না হলে দেশের মাটিতে দেশের মাটিতে যেহেতু খেলা তাই দলের সাথে থাকা অতটা জরুরি না। বাকি সবাই তো আছেন। “
এই সিরিজে আরো একটি পরিবর্তন দলের ক্যাপ্টেন। নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস। পরপর দুই ম্যাচ ভারতের মত শক্তিশালী দলকে হারিয়ে অধিনায়ক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন লিটন দাস। সুজনের কাছে জানতে চাওয়া হয় লিটনের অধিনায়কত্ব তার কেমন লাগছে। সুজন উত্তর দেন “লিটন অবশ্যই খুবই ভালো মানের একজন খেলোয়াড় ওর মধ্যে প্রতিভা আছে। আমি ওর শুভ কামনা করছি। “
বাংলাদেশের জয় নিয়ে খুশি সুজন। তিনি বলেন দলের সাথে থাকলে বোঝা যায়না মানুষ এতো আলোচনা সমালোচনা কেনো করে। এই সিরিজটা তিনি দলের বাইরে থেকে দেখে আসলে বুঝতে পেরেছেন মানুষ এতো এক্সাইটেড কেনো থাকে।
ঢাকার মাটিতে ২ম্যাচ জিতে সিরিজ জিতে নিলেনও এখনো চট্টগ্রামের মাটিতে শেষ ওডিআই ম্যাচ বাকি। বাংলাদেশের পক্ষে কি ভারতকে হোয়াইট ওয়াশ করা সম্ভব কি না এবিষয়ে জানতে চাওয়া হলে সুজন জানান, অবশ্যই সম্ভব ভারতকে হোয়াইট ওয়াশ করা। আসা করছি বাংলাদেশ সেটা করতে পারবে।
বাংলাদেশের জয়ের শেষ মুহূর্তে যা ঘটলো তা দেখে সুজন বাংলদেশ দলের প্রশংসা করে বলেন, মিরাজ, মাহমুদুল্লাহরা অনেক ভালো খেলেছে। শেষ দিকে মুস্তাফিজের ওভারটা অনেক ইম্পর্টেন্ট ছিলো।