অষ্টম সংস্করণে বাংলাদেশ ও ভারত উভয়ই জয়ী সূচনা করেছে। শনিবার বাংলাদেশের সিলেটে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জনাব নাজমুল হাসান এমপি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেম গ্রাউন্ডে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তাদের শিরোপা রক্ষায় দৃঢ়ভাবে শুরু করে নয় উইকেটের জয় পেয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় পায় বংলাদেশ।
এদিকে, ছয় বারের চ্যাম্পিয়ন ভারতও অন্য ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ রানে জয় পেয়েছে। একই ভেন্যুতে ম্যাচটি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচে অফ-স্পিনার রুমানা আহমেদ ৩-৯ এবং সানজিদা আক্তার, নাহিদা আক্তার এবং সোহেলি আক্তার দুটি করে উইকেট নেন, বাংলাদেশ থাইল্যান্ডকে ১৯.৪-ওভার এ ৮২ রানে অলআউট করে দেয়।
ওভার পর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। থাইল্যান্ডের হয়ে মায়া সর্বোচ্চ ২৬ রান করেন এবং ওপেনার নাথাকান চ্যান্টাম ২০ রান করেন।
জবাবে শামীমা সুলতানা ৩০ বলে ৪৯ রান করেন, ফারহানা ও অধিনায়ক নিগার সুলতানা জোতি যথাক্রমে অপরাজিত ২৬ এবং ১০ রান করায় বাংলাদেশ ১১,৪ ওভারে ৮৮ রান করে জয় পায়।
এদিকে, জেমিমাহ রদ্রিগেস ব্যাট হাতে ৫৩ বলে ৭৬ রান করেছিলেন
হরমনপ্রীত কৌর ৩৩ রান করেছিলেন ফলে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ২০ ওভারে ১৫০-৬ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার ডানহাতি পেসার ওশাদি রানাসিংহে তার দলের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ৩-৩২। তার চার ওভারে।
অফ-স্পিনার দয়ালান হেমলথা তারপরে ২.২ ওভারে ৩-১৫ বলে দাবি করেন এবং পেসার পূজা ভাস্ত্রকার এবং অফস্পিনার দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন এবং ভারত ১৮.২ ওভারে ১০৯ রানে শ্রীলঙ্কাকে বিদায় করে দেয়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন হাসিনি পেরেরা।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি।