পদত্যাগ করেছেন বাংলদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। নানা জল্পনা কল্পনার পরে মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের ক্রিকেট প্রধান নাজমুল হাসান পাপন কোচিং প্যানেলের পরিবর্তনের আভাস দিলেও কোচের বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেন নি।
বাংলাদেশ-ভারত সিরিজের দুদিন না যেতেই হঠাৎ তার পদত্যাগের নির্দির্ষ্ট কারণ এখনো জানা যায়নি। ভারতের সাথে বাংলদেশের ওডিআইতে এতো বড় জয়। তার পরে টেস্ট ব্যার্থতা। সে কারণেই পদত্যাগ করলেন ডোমিঙ্গ?
আসলে বিষয়টা তেমন ও নয়। বোর্ডের সাথে ডোমিংগোর সম্পর্কটা খুব একটা ভালো না। উপরে উপরে প্রফেশনালিজম দেখালেও দুই পক্ষই ভেতরে ভেতরে একে অন্যের গলার কাটা হয়ে আছে। বাংলাদেশের ক্রিকেটারদের ব্যার্থতা নতুন কিছু না। অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। ডোমিঙ্গ আসার পরেও বাংলাদেশ দল গতানুগতিক ভাবেই চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করেছিলো রাসেল ডোমিংগো তাদের ভরসা হয়ে উঠবেন। কিন্তু ডোমিঙ্গকে নিয়োগ দেয়ার পরে তিনি মোটামুটি বাংলাদেশ ক্রিকেট দলের একটা বড় পরিবর্তনের আভাস দিয়ে দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্য নির্ভর দল করতে ব্যাস্ত হয়ে পড়েন। তাতে সাধারণ ক্রিকেট ভক্তরা ক্ষোভ প্রকাশ করে। কিন্তু বাংলদেশ ক্রিকেট বোর্ড তাতে কান না দিয়ে ডোমিংগোর সাথে তাল মিলিয়ে একটা পরিবর্তন দেখার আশায় ডোমিঙ্গকে এগিয়ে যেতে সাহায্য করে।
ডোমিঙ্গ যে ধরণের পরিবর্তনের আভাস দিয়েছিলেন তেমন কিছুই করতে পারেন নি। তার কর্মকান্ডে বাংলদেশ ক্রিকেট বোর্ড ও অখুশী। তাই ডোমিংগোর সাথে কাগজে কলমকে জটিলতা থাকায় তাকে বাদ না দিতে পারায় তাকে হেডকোচ রেখেই তার দায়িত্ব কিছুটা কমিয়ে দেয়া হয়। ডোমিঙ্গ বিষয় গুলো বুঝতে পারলেও পদত্যাগ করেন নি।
অবশেষে মঙ্গলবার তিনি এই পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেটের সাথে ইতি টানেন।