উইমেন্স এশিয়া কাপের সোনালী উজ্জ্বল রোদেলা সকালে থাইল্যান্ডের বিপক্ষে টসে জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী টিম। থাইল্যান্ডের মেয়েরা বোলিং ফিল্ডিংয়ের মাঝে চমক সৃষ্টি করতে লাগলো। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গ্রাউন্ডে পাকিস্তানের মেয়েরা দাঁড়াতেই পারছেনা তাদের জাদুময় স্পিন বোলের সামনে, অসাধারণ ফিল্ডিংয়ে পাকিস্তানি মেয়েদের রানের পাহাড় তেমন বেশি বড় হবার সুযোগই হয়নি।
ওপেনিংয়ে ব্যাট করতে নামা সিদরা আমিন ছাড়া কেউই তেমন সুবিধা করতে পারেনি। খেলেছেন দেখেশুনেও বল বুঝে ৬৪ বল খেলে করেছেন সর্বোচ্চ ৫৬ রান । সিদরা আমিনের হাত ধরেই ২০ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১১৬/৫। থাইল্যান্ড বোলারদের মধ্যে সরন্নারাইন টিপচ ২টি এবং টিপচা পুথাওং পান ১ টি উইকেট। সিদরা আমিন ও বিসমাহ মারুফ হন রান আউট।
১১৭ রানের টার্গেটে নেমে শুভ সূচনা করলেও ৯ম ওভারে ৪০ রানের মাথায় দুই উইকেট হারিয়ে কিছুটা দুঃস্বপ্নের মাঝে ডুবে যাবার বেলায় থাইল্যান্ডের মেয়েদের মনে কিছুটা প্রশান্তির সুখ খুঁজে দেবার চেষ্টা করতে থাকেন নাত্থাকান চান্তাম। তার সাথে আলোর হাসি ফুটাবার চেষ্টায় থাকেন প্রতিটি বল মেপে মেপে চোখের দৃষ্টি দিয়ে স্ক্রিনশট করে রাখার মত। ২৩ বলে ১৭ রান করে আবারো মেঘের ভেলায় স্বপ্নগুলোকে যেন ভাসিয়ে দিয়ে ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে চলে যান নারুয়েমল চাওয়াই তখন ছিলো ১৫ ওভার ৩বল। সরন্নারাইন টিপচ ৪র্থ উইকেটে এসে নাত্থাকান চান্তামের সাথে একটা ভাক পার্টনারশিপ হবার প্রত্যাশায় থাইল্যান্ডের মেয়েদের মুখে মুখে। আলোর প্রতিচ্ছবি মাখানোর পুর্বেই সরন্নারাইন টিপচ ৫ বলে ৩ রান করেই নিধা ধরের বলে ওমাইমা সোহেইলের ক্যাচে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। থাইল্যান্ডের মেয়েদের মুখে হাসি ফুঠানো ৫১ বলে ৬১ রান করে ছক্কা মারতে ক্যাচ আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। যার হাত ধরে জয়ের স্বপ্ন দেখেছিলো থাইল্যান্ডের মেয়েরা। অবিশ্বাস্য স্বপ্ন কী আর পূরণ হবে থাইল্যান্ডের তাকিয়ে আছে সবাই। একটা জয় যেন আকাশ সমান সুখ এনে দিবে তাদের জন্য। তেমন আশা, আশংকা তাদের চোখেমুখে। সে প্রত্যাশিত জয় আসে রোসেনানি কানহ ও নাটায়া বুছাথামের হাত ধরে। ৪ উইকেটের বিশাল জয় তুলে নেয় পাকিস্তানের বিরুদ্ধে।
10th Match, Sylhet, October 06, 2022,
Women’s Asia Cup
Pakistan Women-116/5
Thailand Women (19.5/20 ov, T:117) 117/6
Thai Women won by 4 wickets (with 1 ball remaining)