আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তান একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা। শুরুতেই বাংলাদেশের অধিনায়ক নির্ধারিত সময়ে কয়েন হাতে নিয়ে টস করেন। টসে হারে বাংলাদেশ দল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল টস জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত জানিয়েছে।
আগেই জানা এই ম্যাচে খেলছেন না বাংলাদেশের ওপেনিং ব্যাটার তামিম ইকবাল খান। ইনজুরির কারণে দলে রাখা হয়নি তাকে। তার বদলে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান।
বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র ২ বল খেলে ১ রান করে নিজাত মাসুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জাকির।
এর পরেই উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শান্ত আর জয়ের ব্যাটেই শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ দল। শান্ত-জয় মিলে বড় ইনিংস গড়ার দিকে এগিয়ে যান। দুজন মিলে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন লাঞ্চের আগেই নিজের অর্ধশত তুলে নেন শান্ত। এর পর তাকে থামাতে পারেনি আফগানরা। দ্রুতই নিজের শত রান তুলে নেন শান্ত। ১৮টি চার মেরে শত রান করেন শান্ত।
শান্তর পরেই নিজের অর্ধশত তুলে নেন মাহমুদুল হাসান জয়। তবে তিনি অবশ্য বেশি দূর যেতে পারেনি। নিজের ৭৬ রানে রহমত শাহ এর বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এর পর মনিনুল হক ২৫ বলে ১৫ আর লিটন দাস ১৫ বলে ৯ রান করে দ্রুত ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন মুশফিকুর রহিম। অন্যদিকে শান্ত ১৪৬ রান করার পরেই ছয় মেরে নিজের দেড়শ পূরণ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান। মুশফিক অবশ্য দেখেশুনে খেলতে শুরু করেন।
শান্ত ফেরার পর মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে ঠান্ডা মাথায় খেলা এগিয়ে নিয়ে যান মুশফিক। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রানে সাজ ঘরে ফেরে বাংলদেশ। মিরাজ ৪৩ ও মুশফিক ৪১ রানে অপরাজিত আছে।