বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দলের ওডিআই জার্সিতে অভিষেক হলো খালেদ আহমেদের। বাংলাদেশের হয়ে ওপেনিং বোলিং শুরু করেন মুস্তাফিজ। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন মুস্তাফিজ। পরে অবশ্য বাকি বল গুলোতে নিয়ন্ত্রিত বোলিং করেন ফিজ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান মুস্তাফিজ। তার দুর্দান্ত এক ডেলিভারি ওপেনার উইল ইয়ং বুজতে পাড়ায় এজ হয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইয়ং ৮ বল খেলে শূন্য রানে ফেরেন।
এর পর ওপেনার ফিন অ্যালেনকেও মুস্তাফিজ তার শিকার বানান। এলেন ১৫ বল খেলে ১২ রান করে ফেরেন।
এর পর নিউজিল্যান্ড শিবিরে তৃতীয় আঘাতটি আনেন অভিষিক্ত খালেদ আহমেদ। তিনি চাঁদ বোসকে তৌহিদ হৃদয়দের ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেটটি তুলেন নেন। চাঁদ ১৯ বলে ১৪ রান করে ফেরেন।
নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম ব্ল্যান্ডেল ও হেনরি নিকোলাস দুর্দান্ত এক জুটি গড়ে তোলে। যে জুটির সামনে অসহায় ছিলো বাংলাদেশের বোলিং লাইনআপ। টম ব্ল্যান্ডেল ৫৪ বলে অসাধারণ ফিফটি তুলে নেন।
তার ফিফটি পূরণের পরের বলেই খালেদ আহমেদ এই জুটিটি ভেঙে দেন। ৬১ বলে ৪৯ করা হেনরি নিকোলাসকে উইকেটের পেছনে লিটনের ক্যাচে পরিণত করেন। ফলে তার ফিফটি পূরণের আগেই ভেঙে যায় এই জুটি।
কিন্তু টম বান্ডেল ছিলেন অপ্রতিরোদ্ধ। শেষমেশ হাসান মাহমুদ বোলিংয়ে এসে তার উইকেটটি তুলে নেন। আউট হওয়ার আগে তিনি ৬৬ বলে ৬৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন।
এর পর রাচীন রবীন্দ্র ১৪ বলে ১০, কোল ম্যাকেঞ্জির ৩৩ বলে ২০, ইস সোধি ৩৯ বলে ৩৫, কাইল জেমিসন ২৮ বলে ২০ ও লকি ফার্গুসন ১২ বলে ১৩ রান যোগ করায় নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান।
বাংলাদেশ একাদশ : ১ লিটন দাস (অধিনায়ক), ২ তামিম ইকবাল, ৩ তানজিদ হাসান, ৪ সৌম্য সরকার, ৫ মাহমুদউল্লাহ, ৬ তৌহিদ হৃদয়, ৭ মাহেদী হাসান, ৮ নাসুম আহমেদ, ৯ মুস্তাফিজুর রহমান, ১০ খালেদ আহমেদ, ১১ হাসান মাহমুদ।