ম্যাচ শেষে বাবর-রিজওয়ানের কাছ থেকে ব্যাটিং টিপস নিচ্ছেন লিটন দাস। ৪২ বলে ৬ চার আর ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানের ইনিংস খেলে ফেরেন লিটন। যদিও ম্যাচে শেষ ওভারে হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। ম্যাচ শেষে বর্তমান সময়ে বিশ্বের সবচাইতে আলোচিত ফর্মে থাকা দুই ব্যাটার বাবর রিজওয়ানকে সামনে পেয়ে লিটন দাস সুযোগটা মিস করতে চাননি। তাইতো ম্যাচ শেষে মাঠেই দুজনের কাছ থেকেই ব্যাটিং সম্পর্কে আরো ভালো করার কিছু প্রশ্ন করে ফেলেন। প্রথমে বাবর আর পরে রিজওয়ান দুজনেই লিটনকে অনেক ভালোভাবেই কিছু টিপস দেন। লিটন নিজেও শিক্ষানবীশ হয়ে কথাগুলো শুনছিলেন।
১৩ অক্টোবর, লিটন দাসের জন্মদিন। দারুণ ব্যাটিংয়ে দিনটি রাঙিয়ে দিলেন বাংলাদেশের ক্লাসিক্যাল এই ব্যাটার। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ঝোড়ো এক ফিফটি করেছেন বার্থডে-বয় লিটন।
৩১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি ছুঁয়েছেন লিটন। এদিন দলের হাল ধরেন সাকিব আল হাসান আর লিটন দাস। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৮৮ রানের এক ঝোড়ো জুটি গড়েন তারা। অবশেষে এই জুটিটি ভাঙে লিটনের আউটে।
ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ নওয়াজকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ উঠে যায় লিটনের। ৪২ বলে ৬ চার আর ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানের ইনিংস খেলে ফেরেন লিটন। ৩১ বলে ফিফটি পূরণ করেছিলেন তিনি।