বিপিএলের ১২ তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর সিলেটে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসরটি। সিলেট পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, এরপর ফিরবে ঢাকায়। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে আয়োজিত হবে আসরের ৩৪ টি ম্যাচ। সবশেষে ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিপিএল।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। পরদিন দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। আর সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। ২৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স- প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্বের ১২ ম্যাচ শেষে ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব সেখাানে সমান সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি টুর্নামেন্ট ফিরে আসবে ঢাকায়। টানা তিন দিনে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ছয় ম্যাচ। ১৭ জানুয়ারি পরিসমাপ্তি ঘটবে লিগ পর্বের।
১৯ জানুয়ারি মাঠে গড়াবে আসরের প্রথম এলিমিনেটর ও কোয়ালিফায়ার। একদিন বিরতি শেষে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ ফাইনাল, যেখানে নির্ধারিত হবে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন।