বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের 2024 সংস্করণের বিজয়ী, গতকাল রাতে দেশে ফিরেছে। দেশে ফিরতেই এয়ারপোর্টে সংবর্ধনার আয়োজন করে বিসিবি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হজরত শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদেরকে আপ্পায়ন করে বিসিবির পরিচাল ফাহিম আহমেদ, ফাহিম সিনহা, আকরাম খান ও বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
ক্রিকেটারদের জন্য এয়ারপোর্টেই কেক কাটার আয়োজন করা হয়। বিসিবির পরিচাল নিজ হাতে তাদের কেক খাইয়ে দেন। এর পর ট্রফি হাতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সঙ্গে বিসিবি পরিচালকেরা ফটোশুটে অংশ নেয়।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে বাংলাদেশ সফলভাবে তাদের শিরোপা রক্ষা করেছে।
তরুণ টাইগাররা গত বছর প্রতিযোগিতায় গৌরবের স্বাদ পেয়েছিল যখন তারা একই ভেন্যুতে ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে তাদের প্রথম ট্রফি জিতেছিল।