মিরপুরে হঠাৎ বৃষ্টি। কিন্তু বাধা হতে পারেনি মুশফিকের অনুশীলনে। নিজের ফিটনেস ঠিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই ক্রিকেটার। বাংলাদেশের বর্তমান টি২০ দলে খেলছেন না মুশফিক। সব শেষ ২০২২ সালের পহেলা সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে আরব আমিরাতে সবশেষ ইন্টারন্যাশনাল টি২০ ম্যাচ খেলেছিলেন মুশফিক। এক সময় দলের ভরসার জায়গা ছিলো মুশফিক। সময়ের পরিক্রমায় এই ফরমেট থেকে নিয়েছেন বিদায়।
টি২০ থেকে সরে গেলেও এখনো টেস্ট ও ওডিআই ম্যাচ গুলোতে দলে থাকছেন মুশফিক। তাইতো সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিজের অনুশীলনে মনোযোগি মুশফিক। একাডেমি মাঠে কিছুক্ষন ব্যাটিং অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলার মূল মাঠে করেছেন রানিং সেশন। এসময় মিরপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজেভিজেই অনুশীলন শেষ করেন মুশফিক।
নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯২ টি টেস্টে ৩৮.২১ গড়ে মোট ৫৯৬১ রান করেছেন। ২৭১ টি ওডিআই ম্যাচে ৩৬.৭৫ গড়ে সর্বমোট ৭৭৯২ রান করেছেন তিনি। এছাড়া ১০২ টি টি ২০ ম্যাচ খেলেছেন মুশফিক, যেখানে ১৯.২৩ গড়ে সর্বমোট ১৫০০ রান এসেছে তার ব্যাট থেকে। যেহেতু এখনো টেস্ট এবং ওডিআই খেলছেন তাই এই দুই ফরমেটেরই ব্যাটিং রাংকিংয়ে তিনি সমান ২৪ নম্বরে আছেন।
মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে এক ভরসার নাম। সব সময়ই দলের জন্য নিবেদিত প্রাণ মুশি। তাইতো তার নামকরণ হয়েছিল মিস্টার ডিপেন্ডেবল।