পরের ওডিআই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের বহর আজ সকল ১০টায় মিরপুরে অনুশীলনে উপস্থিত হয়। মাঠে নেমে প্রথমে তারা ফুটবল ম্যাচ খেলা দিয়ে অনুশীলন শুরু করেন। নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলেন সাকিব-মুশফিকরা। সাকিবকে অবশ্য বেশিরভাগ সময় অফ সাইডে গোল দেয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার সাকিব। তাই এই দৃশ্যটি সাংবাদিকদের চোখ এড়াতে পারেনি।
দীর্ঘক্ষণ ফুটবল খেলের অনুশীলন শেষে শুরু হয় বোলিং ব্যাটিং ও ফিল্ডিং এর অনুশীলন। কোচ রাসেল ডোমিংগো মুশফিক, ইয়াসির আলী রাব্বি, শরিফুলদের নিয়ে ক্যাচ ধরার অনুশীলন করেন। তবে অনুশীলনে তাসকিন সবার নজর করছিলেন। এই বোলার ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেন নি। এদিন মাঠে অনুশীলনে যোগ দিলেও কোচ রাসেল ডোমিংগো তাসকিনকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না। তাই পরের ম্যাচে তাকসিন খেলবেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে মাঠের দৃশ্যটা বাংলাদেশ দলের জন্য স্বস্তিরই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দলের সঙ্গে ফুটবল খেলছিলেন চোট থেকে ফেরা তাসকিন আহমেদ। কিছুক্ষণ পর শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিংও করলেন।
মাঠের একটু দূরে দাঁড়িয়ে তাসকিনকে দেখছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার, সঙ্গে ফিজিও বায়েজিদ ইসলামও দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছিল, আগামীকাল ভারতের বিপক্ষে একাদশে থাকতে কোনো সমস্যা নেই তাসকিনের। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এখনই তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, তাসকিন বোলিংয়ে ফিরলেও আগামীর ঠাসা সূচির কথা মাথায় রাখতে হচ্ছে তাদের, ‘চার-পাঁচদিন আগে তাসকিনকে একটি ইনজেকশন দেওয়া হয়। আজ সে চার-পাঁচ ওভার বল করেছে। আমি নিশ্চিত না তাকে খেলাবো কিনা। অনেক ক্রিকেট সামনে আছে, দুইটা টেস্ট ম্যাচ আছে। আবার অন্য পেসারদের উন্নতির ব্যাপারও আছে।’
বুধবার দুপুর ১২টায় সিরিজ জেতার আশা নিয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও আগের ম্যাচের একাদশ দেখার সম্ভাবনাই বেশি।