দুবাইতে আজ বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের ক্রিকেটারদের এসময় ব্যাটিং বোলিং দুটোই অনুশীলন করতে দেখা যায়।
হেড কোচ সাকলাইন মুশতাক এসময় গণমাদ্ধমের সঙ্গে কথা বলেন। এসময় শাহীন আফ্রিদির অনুপস্থিতিতে অন্যান্য বোলারদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন প্রধান কোচ সাকলাইন মুশতাক।
জাতীয় দলের প্রধান কোচ সাকলাইন মুশতাক বলেছেন যে, আমাদের ফাস্ট বোলাররা দুর্দান্ত, আত্মবিশ্বাসী এবং অসাধারণ পারফরম্যান্সের দীর্ঘ ইতিহাস রয়েছে।
এসময় তাকে দুবাইয়ের আবহায়া নিয়ে প্ৰশ্ন করা হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সব খেলোয়াড়ই পেশাদার, তারা গরম-ঠাণ্ডাকে পাত্তা দেয় না। আমাদের খেলোয়াড়রা জানে কীভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, তিনি বলেন, হাই পারফরম্যান্স সেন্টারে কোচদের থেকে খেলোয়াড়রা বেশি উপকৃত হতে পারে। উমর রশিদকে ডাকা হয়েছে খেলোয়াড়দের সমর্থনের জন্য।
ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে তার ভাবনার কথা জানতে চাওয়া হলে সাকলাইন বলেন,