ভারত-বাংলাদেশ ম্যাচের টিকেট মূল্য কত টাকা, কবে-কোথায় পাওয়া যাবে টিকেট? নিশ্চই এই প্রশ্ন গুলো এই মুহূর্তে আপনার মনে জায়গা করে নিয়েছে। সব গুলো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল।
সাত বছর পর ঢাকায় পা রেখেছে ভারত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। ভারত শেষবার ২০১৫ সালে ওয়ানডে সিরিজখেলতে বাংলাদেশ সফরে এসেছিলো ভারত।
তাই এই ম্যাচ দেখতে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। যদিও এই মুহূর্তে চলছে ফিফা বিশ্বকাপ যার উপরে নজর গোটা বাংলাদেশের। কিন্তু যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ভারত-পাকিস্তানের এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
স্বাভাবিক ভাবেই যারা খেলা দেখতে চান তাদের মনে প্রশ্ন আসতেই পারে টিকেট মুল্য কত টাকা। আমরা আপনাদেরকে প্রতিটি টিকেটের মূল্য আলাদা ভাবে জানিয়ে দিচ্ছি।
যেহেতু ঢাকায় প্রথম ২টি ওডিআই ম্যাচ হতে যাচ্ছে তাই এই দুই ম্যাচের টিকেটের মূল্য ঘোষণা করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য আগেই বলেছিলেন টিকের মূল্য একটু বাড়তে পারে। চলুন দেখা যাক কত টাকা মূল্যের টিকেট পাওয়া যাচ্ছে।
গ্র্যান্ড স্ট্যান্ড – টাকা 1,500/=
ভিআইপি স্ট্যান্ড – টাকা 1,000/=
ক্লাব হাউস – 500/=
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড – 300/=
ইস্টার্ন স্ট্যান্ড – 200/=
আর এই টিকেট কাটতে হলে আপনাকে যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। শনিবার অর্থাৎ ৩ তারিখে সকাল ৯ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টিকেট কাউন্টার গুলো ওপেন থাকবে।