আজ বাংলাদেশ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অনুশীলন করে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ থেকেই জমে উঠেছে কথার লড়াই ও মাঠের লড়াই। প্রথম ম্যাচ শেষেই লংকান ক্যাপ্টেন বাংলাদেশকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বলেছেন। যার জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ দল এই মুহূর্তে কোনো দলকেই ভয় পায় না। তবে এটা সত্য আফগানিস্তান যেভাবে ডমিনেট করে শ্রীলংকাকে হারিয়েছে তাতে বাংলাদেশ দলের ভীতির কারণ থাকতেই পারে। তবে বাংলাদেশ দল প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না। আজ যথা সময়ে মাঠে উপস্থিত হয়ে অনুশীলন করছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ মাঠে এসেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন। মিরাজ বলেছেন ভালো খারাপ মাঠেই প্রমান হবে। টিম প্ল্যান হলো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভালো খেলতে হবে। আমরা যদি সবাই ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে। পরিসখ্যান দেখবেন আমরা বাংলাদেশ টিম তখনি ভালো খেলি যখন আমরা সবাই পারফর্ম করি। তাই সবাইকে টিম ওয়াইজ ভালো খেলতে হবে।
মাঠে বাংলাদেশ দল বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্ট নিয়েই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শ্রীধরণ শ্রীরাম কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশ দলকে যোগ্য করে গড়ে তুলতে। এমনকি তিনি ভারত থেকে দুইজন নেট বোলার ও নিয়ে এসেছেন বাংলাদেশ দলের প্র্যাক্টিস করানোর জন্য।
মুস্তাফিজ,তাসকিনদের বোলিং এ গত ২ দিনের তুলনায় আজকের বোলিং এর ধার বেড়েছে। কোচদের তত্ত্বাবধায়নে নিজেদের ভুল গুলো শুধরে নিচ্ছেন বাংলাদেশের দুই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ৩০ তারিখ।
এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, সাব্বির রুম্মন প্রত্যেকেই একের পর এক ব্যাটিং অনুশীলন করেছেন।