ইনজুরির কারণে মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ধরেই দলের বাইরে আছেন। এশিয়া কাপ শুরুর আগেই চিকিৎসা নিতে দেশের বাইরেও গিয়েছিলেন। দেশে ফিরে দীর্ঘদিন বিশ্রাম শেষে সাইফুদ্দিনকে দেখা গেছে মিরপুরে জিম করতে। তবে আজ তিনি মাঠেও নেমেছেন। সাইফুদ্দিন যখন মাঠে আসেন তখন তিনি দেখেন তামিম ইকবাল দীর্ঘ সময়ধরে ব্যাটিং অনুশীলন করছেন। তামিম এর এর ঠিক পেছনে অর্থাৎ যেখানে উইকেট কিপার দাঁড়ান সেখানে নেটের বাইরে দাঁড়িয়ে অনেকটা সময় তামিমের ব্যাটিং দেখেন বোলার সাইফুদ্দিন।
কিন্তু তামিমের ব্যাটিং দেখে নিজেরও ব্যাট করতে ইচ্ছে হচ্ছিলো এই পেসারের। তাই কিছু দেখে সামনে পরে থাকা স্ট্যাম্প তুলে তামিমের ঠিক পেছনেই শ্যাডো প্র্যাক্টিস করছিলেন। তামিম ঠিক যে ধরণের শর্ট খেলছিলেন সাইফুদ্দিন ও ঠিক ওই ধরণের শর্ট শ্যাডো করেন। আর সেটা শুধু একবার দুবার না। যতক্ষণ সময় সাইফুদ্দিন সেখানে ছিলেন ততক্ষনই তিনি এমন ব্যাটিং অনুশীলন করতে থাকেন।
তবে তামিমকে দেখা যায় অনেকটা সময় ধরেই অনুশীলন করতে। প্রতিদিনই মিরপুরে এসে লম্বা সময় ধরে তামিম প্রাকটিস করেন। আজো তিনি সেটাই করেন। তামিমের ডেডিকেশন দেখে বোঝাই যায় বিশ্বকাপ দলের ওপেনিংয়ে তিনি নিজেকেই দেখতে চা
তবে তামিম জানিয়েছেন, খুব শীঘ্রই মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। আর সেটা হতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজেই। এশিয়া কাপের পরেই ব্ল্যাকক্যাপসদের বাংলাদেশ সফর। সেখানেই দেখা যেতে পারে সাবেক এই ওয়ানডে অধিনায়ককে।
তামিমের দলে ফেরা অনেকটা নিশ্চিত হলেও সাইফুদ্দিন ঠিক কবে নাগাদ দোলে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা এখনো মেলেনি। কেননা বাংলাদেশের পিসাররা যারা জাতীয় দলে ইতোমধ্যে আছেন তাদের কারোই পারফর্মেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই সৈফুদ্দিনকে দলে ফিরতে হলে তাদেরকে বিট করেই দলে ঢুকতে হবে। তার জন্য সাইফুদ্দিনকে করতে হবে কঠোর পরিশ্রম। তবেই আবারো জাতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে।