বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে হঠাৎ ফ্লাড লাইটে আগুন ধরে যায়। এই দৃশ্য মিরপুরের মাঠে এটাই প্রথম নয়। এর আগেও এশিয়া কাপ মিশনে বাংলাদেশ দলের অনুশীলনের সময় এমন ঘটনা ঘটেছিলো। মূলত বৃষ্টি হওয়ার পরে ফ্লাড লাইট গুলো ভেজা থাকে। তাই এই ফ্লাড লাইট গুলো যখন জ্বালানো হয় তখনই এমন ঘটনা ঘটে। এদিন ম্যাচের আগে প্রায় ঘন্টা দেড়েক বৃষ্টি ছিলো। বৃষ্টির পরে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মাঠে আলো স্বল্পতা দেখা যায়। আলো সল্পতার কারণেই ফ্লাড লাইট গুলো জ্বালিয়ে দেয়া হয়।
ফ্লাড লাইট গুলো ভেজা থাকার কারণে কিছুক্ষন পরেই এতে বেশ কয়েকটি লাইটে আগুন ধরতে দেখা যায়। তাৎক্ষণিক ভাবে ওই ফ্লাড লাইটটি বন্ধ করে দেয়া হয়। পরবতীতে আবারো লাইট গুলো জ্বালিয়ে দেয়া হয়। ততক্ষনে অবশ্য লাইটটি ঠিক হয়ে যায়। এই ম্যাচে বাংলাদেশ টস হেরে বোলিং শুরু করে। এদিন দুর্দান্ত বোলিং দেখা যায় পেসার মুস্তাফিজ ও অভিষিক্ত খালেদ আহমেদের কাছ থেকে। নিউজিল্যান্ডের টপ অর্ডারের ব্যাটারদের দুই পেসারই ধরাশয়ী করেন।