মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান আরো একটি বড় জয় তুলে নিলো ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হারের পর টানা তিন ম্যাচের একটি ও হারেনি তারা।
রবিবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৫২ রানে হারিয়েছে মুলতান সুলতানস।
ইসলামাবাদ ইউনাইটেড মুলতান সুলতানদের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।প্রথমে ব্যাটিং করে মুলতান সুলতান ১৯১ সংগ্রহ করে। ডেভিড মিলার এবং মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে তারা
মিলার মাত্র ২৫ বলে ৫২ রান করেন, তিনটি বাউন্ডারি এবং চারটি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ইসলামাবাদের অধিনায়ক শাদাব খানকে পরপর তিনটি ছক্কা মেরেছিলেন।
অন্নদিকে , অধিনায়ক রিজওয়ান পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রান সংগ্রহ করেন।
আগের দুই ম্যাচে অর্ধশতক করা রিলি রসুও ৩০ বলে ৩৬ রান যোগ করেন। অন্যদিকে, কাইরন পোলার্ড ২১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করে মুলতান সুলতান।
ইউনাইটেডের হয়ে একটি করে উইকেট নেন রুম্মান রইস, মোহাম্মদ ওয়াসিম, শাদাব ও টম কুরান।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদ ১৭.৫ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়।
ইসলামাবাদ প্রথম ৪ উইকেটে ১১২ রান সংগ্রহ করে, অথচ তাদের শেষ ছয় উইকেট হারিয়েছে মাত্র ২৬ রানে। রাসি ভ্যান ডের ডুসেন পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন।
পেসার আব্বাস আফ্রিদি তিন ওভারে ৪-২২ রান দিয়ে ইসলামাবাদ শিবিরে ধস নামিয়ে দেয়। ফলে ইসলামাবাদকে ৫২ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নেয় মুলতান সুলতান।