মুলতান সুলতান বনাম কুয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচে রাইলি রোসোর দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই ৩৯ বল হাতে ১১১ রান তাড়া করে জয় পায় মুলতান সুলতান।
এই ম্যাচে রুশো ৩৩ বলে তার অষ্টম পিএসএল 50 তুলে নেয় । তিনি মাত্র 42 বলে নয়টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা মেরে অপরাজিত 78 রান করেন।
শুরুতে ব্যাটিংয়ে নামে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স। নির্ধারিত ২০ ওভার খেলে তারা তুলতে পারে মাত্র ১১০ রান। সেই রান তারা করতে নেমে মুলতান সুলতানের একটি উইকেটের পতন ঘটলেও রাইলি রুশোর অসাধারন ব্যাটিংয়ে ১৩.৩ ওভারেই ১১১ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিজওয়ান বাহিনী।
এই ম্যাচ মুলতান সুলতানের বোলার ইহসানউল্লাহ দিয়েছেন বোলিং চমক। ২০ বছর বয়সী এই বোলার পাঁচ উইকেট নিয়ে গ্লাডিয়েটর্সের ব্যাটিংয়ে লাইনআপ ধ্বংস করে ফেলে। ফলে তারা ১১০ রানের বেশি করতে পারে নি। ইহসানউল্লাহ তার অভিষেকের দ্বিতীয় ম্যাচেই আধিপত্য বিস্তার করে ব্যাক-টু-ব্যাক উইকেট লাভ করেছেন। এই ম্যাচে তিনি চার ওভারে মাত্র ১২ রান খরচায় তুলে নেন মূল্যবান ৫ উইকেট।
ইহসানউল্লাহ ছাড়াও, সুলতানদের অন্য দুই পেসার, সামিন গুল এবং আব্বাস আফ্রিদি একটি করে উইকেট নিয়ে দলকে ভালো শুরু এনে দেন।
সামিন তার প্রথম ওভারেই আক্রমণাত্মক ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে সাত রান করার পরই আউট করে ফেরান।
আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, যিনি আব্বাস আফ্রিদির বলে মিড-অন ফিল্ডার কাইরন পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন।
এদিকে কোয়েটার সরফরাজ আহমেদকে ইহসানউল্লাহর একটি জ্বলন্ত ডেলিভারিতে বোল্ড করে আউট করেছেন। মাত্র দুই রান করে ফিরে যান অধিনায়ক।
এর পর কুয়েটার সর্বোচ্চ রান সংগ্রাহক জেসন রয় ২৭ রান করে ইহ্সানুল্লার বলে আউট হয়ে ফেরেন। ফর্মে থাকা ইফতেখার আহমেদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
এই ম্যাচে ইহসানউল্লাহর বোলিংয়ের সামনে আসলে কেউই দাঁড়াতে পারছিলেন না। শেষ দিকে মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ হাসনাইন এর ব্যাটে চড়ে ১০০ রান পার করে কুয়েটা। স্বীকৃত অনেক ব্যাটার রান করতে ব্যার্থ হওয়ায় ২০ ওভারে ১১০ রানের বেশি করতে পারেনি তারা।
রান তারা করতে নেমে মুলতান সুলতানের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। শান মাসুদ ৫ বল খেলে মাত্র ৩ রান করে আউট হয়ে ফেরেন। এর পর অবশ্য আর কোনো দুর্ঘটনার জন্ম দিতে পারেনি কুয়েটা গ্লাডিয়েটর্সের কোনো বোলার।
রোসোউ এবং রিজওয়ান শক্ত জুটি বেঁধে ১১৩ রান সংগ্রহ করে জয় নিয়ে মাঠ ছারে। রাইলি রুশ অপরাজিত থাকে ৪২ বলে ৭৮ রান করে। অন্যদিকে রিজওয়ান ৩৪ বল খেলে ২৮ রান করে রুশোকে সঙ্গ দিয়ে মুলতান সুলতানের জয় নিয়ে মাঠ ছাড়ে।