একই ফ্রেমে বন্দি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্ব সেরা ব্যাটার বাবর আজম। দুজনের মধ্যে কি কথোপকথন হলো তা আসলে দূর থেকে শুনতে পাওয়া না গেলেও যা দেখা গেছে তাতে বোঝাই যাচ্ছিলো সাকিব আল হাসান বাবর আজমকে কিছু একটা বোঝাচ্ছিলেন। বাবর আজম ও সাকিব আল হাসানের কথা গুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। বাবর আজমকে অনেকটা শিক্ষানবিশ দেখাচ্ছিলো।
বাংলাদেশ দল তাদের হঠাৎ অনুশীলনে দীর্ঘসময় মাঠে অনুশীলন করে। এসময় এনামুল হক বিজয় অনেক সময় ধরে নেটে তার ব্যাটিং অনুশীলন চালিয়ে যান। হাবিবুল বাসার গণমাধ্যমকে জানিয়েছেন বিজয়কেই বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে। বিজয় নিজের কমিটমেন্ট ঠিক রাখতে যথেষ্ঠ চেষ্টা করে যাচ্ছেন।
এনামুলের পাশাপাশি নাঈম শেখকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। তাই নাঈম ও দীর্ঘ সময় নেটে তার প্র্যাক্টিস চালিয়ে যান। নাঈম শেখ ক্লাসিক শর্ট খেলার চেষ্টা করছিলেন। তাকে বোলিং করছিলেন মুস্তাফিজ, তাসকিনরা।
আফিফা হোসেন দ্রুব দীর্ঘ সময় নেটে প্র্যাক্টিস করলেও তিনি ভিন্নধর্মী অর্থা তিনি এগ্রেসিভ ব্যাটিং প্র্যাক্টিস করছিলেন। আফিফকেই ট্রামকার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে দলে।
বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রাহিমকেও ৬/৪ মারার দিকে বেশি মনোযোগী দেখা যায়।