লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ সময় কাটছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের। ব্যাট হাতে হৃদয় আর অলরাউন্ড পারফর্ম করছেন সাকিব। আজ মুখোমুখি লড়াইয়ে নেমেছিলো টাইগার এ দুই ক্রিকেটার। গল টাইটান্স ও জাফনা কিংসের ম্যাচটিতে প্রথমে সাকিবের গল টাইটান্স ব্যাটিং করে ১১৮ রানের লক্ষ ছুড়ে দেয় তাওহীদ হৃদয়দের।
এই ম্যাচে ব্যাটিংয়ে সাকিব খুব একটা ভালো কিছু করে দেখতে পারেনি। সাকিব ৯ বল মোকাবেলা করে ৬ রান করে আউট হয়ে যান।
ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও বোলিংয়ে এসে গল টাইটান্স এর জন্য প্রথম উইকেটটি সাকিব তার প্রথম ওভারের বোলিংয়ে এসেই তুলে নেন।
সাকিব চরিথা আসালাঙ্কাকে এলবিডাব্লিউ এর ফাদে ফেলে জোরালো আবেদন করেন। আম্পায়ার তাতে সাড়া দিচ্ছিলেন না। নাছোড়বান্দা সাকিব আম্পায়ারের আঙ্গুল উঁচু না করা পর্যন্ত আবেদন করতে থাকেন এর পর আম্পায়ার আউট দিলে আসালাঙ্কা সাথে সাথেই রিভিউ নিয়ে নেন। রিভিউতে দেখা যায় আউট ছিলেন আসালাঙ্কা।
এর পর জাফনা কিংসের হয়ে মাঠে নামেন তাওহীদ হৃদয়। রাহমানুল্লাহ গুরবাজ আর তাওহীদ হৃদয় মিলে মাঠে ঝড় তুলে দেন। সাকিবের দ্বিতীয় ওভারেও তাওহীদ হৃদয় ও গুরবাজ ছয় চার হাঁকান। কোনো বোলারকেই রেয়াত করেনি এই দুই ব্যাটার। দুজনে মিলে দলের রান ১০০ পার করে দেন। এর পর রাহমানুল্লাহ গুরবাজ অর্ধশত করে সাকিবের বলে ডাউন দা উইকেটে এসে মারতে গেলে বোল্ড হয়ে ফেরেন। ৩৯ বলে ৫৪ রান করে আউট হন গুরবাজ। কিন্তু অপর দিকে থাকা তাওহীদ হৃদয় ডেভিড মিলারকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। হৃদয় ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন আর ৪ বলে ৭ রান করেন মিলার।
সাকিব চার ওভার বল করে ৩১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। গল টাইটান্স এর হয়ে আর কোনো বোলারই কোনো উইকেট তুলতে পারেনি।