ঘটনা বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ সামনে রেখে বৃষ্টি ভেজা দিনে ফ্লাই লাইট জ্বালিয়ে অনুশীলন করার সময়। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় মিরপুরের এই ফ্লাড লাইট গুলো ভেজা ছিলো। আলো সল্পতার কারণে অনুশীলনে ফ্লাড লাইট জ্বালিয়ে দেয়া হয়। কিন্তু এই ধরণের লাইট প্রচন্ড গরম হয় সাথে বৃষ্টির পানি মিশে স্পার্ক করেই হয়তো এমন আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে ক্রিকেটারেরা বোলিং অনুশীলন বন্ধ করে এক পাশে চলে যায়। তাৎক্ষণিক ফ্লডলাইট গুলো বন্ধ করে দেয়া হয়।
গতদিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলদেশ ক্রিকেট দল। আজ মিরপুরের মাঠে ক্রিকেটারেরা উপস্থিত থাকলেও সকাল থেকেই বৃষ্টি। কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই এশিয়া কাপ। তাই বৃষ্টির কারণে বসে থাকতে নারাজ কোচ হাথুরু। বৃষ্টির মধ্যেও মিরপুরে ব্যাস্ত সময় পার করছেন হাথুরু। তিনি মাঠে নেমে গামিনীর সাথে কথা বলে মাঠের অবস্থা বোঝার চেষ্টা করেন। কোচ অ্যালেন ডোনাল্ড নিজে বল নিয়ে মাঠে দৌড়ে পরীক্ষা করেন অনুশীলন করার অবস্থা আছে কি না। যদিও পরবর্তীতে মাঠের এক পাশে শান্ত মুশফিদের অনুশীলন করতে দেখা যায়। কিন্তু এদিন তাসকিন সহ অন্যান্য বোলারদেরও বোলিং অনুশীলনে অংশ নিতে দেখা যায়। মাঠে বৃষ্টির কারণে আলো স্বল্পতা দেখা যায়। তাই ফ্লাড লাইট জ্বালিয়েই ক্রিকেটাররা অনুশীলন করছিলেন।
মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে এখন বড় বাধা বৃষ্টি। টানা বৃষ্টির কারণে প্রস্তুতি নিতেও সমস্যা হচ্ছে দলের। তাই এমন বৃষ্টিতে শারিরীক অনুশীলনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে ক্রিকেটারেরা