শুরু হয়েছে বিপিএল ২০২৪ এর আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিলো এবার তারা বিপিএল শুরু করার চেষ্টা করবে একটু গুছিয়ে। ইতোমধ্যে টেকনোলজি এর দিক থেকেও তারা নানা পদক্ষেপ নিয়েছে। তবে যত যাই হোক দর্শকের চিন্তা থাকে খেলা কোথায় দেখা যাবে? তবে এবার বিপিএল লোকাল সম্প্রচার ছাড়িয়ে বিশ্বের অন্নান্য দেশের চ্যানেলেও সম্প্রচারিত করছে বিপিএল।
দেশের টিভি চ্যানেলের মধ্যে গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিপিএলের ম্যাচগুলো। এছাড়া দেশের মধ্যে অনলাইনে দেখতে রাবিটহোলবিডি ও টি স্পোর্টসের এপ মোবাইলে ইনস্টল করে নিতে পারেন।
ভারতের দর্শকেরা ফ্যানকোড এপের মাদ্ধমে খেলা গুলো দেখতে পারবে।
পাকিস্তান থেকে টেন স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলেবিপিএলের ম্যাচ গুলো দেখানো হবে । পাকিস্তান থেকে ডিজিটাল মাদ্ধমে দেখতে ট্যাপম্যাড হাম স্পোর্টস ইনস্টল করে নিতে পারেন।
এছাড়া ক্রিকবাজ এর মাদ্ধমে মিডেল ইস্ট ও নর্থ আফ্রিকার ২৭ টি দেশ (সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জিবুতি, আলজেরিয়া, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, মাল্টা, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, সাইপ্রাস, সোমালিয়া, কমোরস, মৌরিতানিয়া, তুরস্ক, তিউনিসিয়া ও সুদান) থেকে উপভোগ করা যাবে বিপিএল। এছাড়াও সাউথ ইস্ট এশিয়ার ১১টি দেশ ( ব্রুনাই, মায়ানমার, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম ) থেকে একই ভাবে ক্রিকবাজ এর মাদ্ধমে বিপিএল সরাসরি উপভোগ করা যাবে।
নর্থ আমেরিকার ২৩ টি দেশে (কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, বাহামা, বার্বাডোস, সেন্ট লুসিয়া, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস অ্যান্টিগুয়া এবং বারবুডা এবং সেন্ট কিটস) সম্প্রচার করবে উইলো টিভি। এছাড়া বাকি যে দেশ গুলো থাকবে তারাও রাবিটহোল ও টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাদ্ধমে খেলাগুলো উপভোগ করতে পারবে।