মরুর বুকে চলতি বিশ্বকাপ উন্মাদনা শেষ হয়েছে গত রবিবার রাতেই। শুরু থেকে শেষে দীর্ঘ একমাসের এই টুর্নামেন্টের রেশটা ছিলো বেশ। কেউ রেকর্ড করেছে আবার কেউ ঘটিয়েছে নানা ঘটনা। তবে এবার সেই ঘটনা রটানো ক্রিকেটারদের থেকে ক্রিকেট টুডে ঘোষণা করলো বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ।
১. ডেভিড ওয়ার্নারঃ বিশ্বকাপ শুরুর আগ থেকে যাকে নিয়ে চলেছিলো অনেক আলোচনা-সমলোচনা সেই ডেভিড ওয়ার্নারই হলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলতে থাকা এই অস্ট্রেলিয়ান ওপেনার ৭ ইনিংসে রান করেছেন ২৮৯। তাইতো ক্রিকেট টুডের ঘোষিত একাদশে ওপেনার হিসেবে ও থাকছে তার নাম।
২. জস বাটলার (উইকেটকিপার)ঃ কিভাবে চাপকে জয় করতে হয়ে সেটা বোধয় ভালো করে জানেন ইংলিশ ওপেনার জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে দলের চাপের মুহুর্তে যে করে বসলেন বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি। তাইতো ক্রিকেট টুডের সেরা একাদশে দ্বিতীয় ওপেনার হিসেবে থাকছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৩. বাবর আজমঃ সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ উজ্জ্বল ছিলেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক এবং ওপেনার ব্যাটসম্যান বাবর আজম। বিশ্বকাপের ৬ ইনিংসে ৩০৩ রান নিয়ে তিনি ছিলেন সেরা রান সংগ্রাহক।
৪. কেন উইলিয়ামসন (অধিনায়ক)ঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর থেকে দারুণভাবে ছুটে চলেছিলো নিউজিল্যান্ড উঠেছিলো বিশ্বকাপের ফাইনালেও। আর সেই ফাইনালে ৮৫ রানের ইনিংস খেলা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ক্রিকেট টুডের সেরা একাদশে চার নম্বর ব্যাটসম্যানের সাথে অধিনায়কের দায়িত্বটাও দেওয়া হচ্ছে।
৫. চারিথ আসালাঙ্কাঃ বিশ্বকাপের সুপার টুয়েলভে দারুণ খেলেছিলেন শ্রীলঙ্কান টপ অর্ডার চারিথ আসালাঙ্কা। তাইতো ক্রিকেট টুডের বিশ্বকাপের সেরা একাদশের পাঁচ নম্বর পজিশনটাও আছে তার দখলে।
৬. এইডেন মার্করামঃ অস্ট্রেলিয়ার সাথে রান-রেটের মারপ্যাঁচে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলেও তাদের বেশ কিছু ক্রিকেটার ছিলো টুর্নামেন্টে দুর্দান্ত। তাইতো তাদের একজন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা এইডেন মার্করামকে নিয়ে একাদশ সাজিয়েছে ক্রিকেট টুডে।
৭. ওয়াহিন্দু হাসারাঙ্গাঃ টুর্নামেন্টের শুরু থেকে শেষ লঙ্কান স্পিনার ওয়াহিন্দু হাসারাঙ্গা ছিলো বেশ। দল সেমিফাইনালে না উঠতে পারলেও ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি।
৮. অ্যাডাম জম্পাঃ শ্রীলঙ্কান ওয়াহিন্দু হাসারাঙ্গার পর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছিলেন আরেক লেগস্পিনার অস্ট্রেলিয়ার অ্যাডাম জম্পা। ছিলেন টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের মালিকও। তাইতো ক্রিকেট টুডের একাদশে থাকছেন তিনি।
৯. এনরিক নরকিয়াঃ সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গতির ঝড় তোলার বোলারদের মধ্যে সবার উপরে আছেন প্রোটিয়া ডানহাতি পেসার এনরিক নরকিয়া। তাইতো তাকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেট টুডে।
১০. শাহিন শাহ আফ্রিদিঃ সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে বেশ দুর্দান্ত ছিলেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তান গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। শুধু টুর্নামেন্টের সেমিফাইনাল ছাড়া প্রায় সকল ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত।
১১. জজ হ্যাজলউডঃ ক্রিকেট টুডের পেস আক্রমনের আরেক গতি তারকা অস্ট্রেলিয়ার জজ হ্যাজলউড। ফাইনালে যেখানে নিউজিল্যান্ড ব্যাটারদের সামনে নিয়মিত ধবলধোলাই হচ্ছে ওদের শক্তিশালী বোলিং লাইন-আপ সেখানে মাত্র ১৬ রান খরচায় নিয়েছিলেন ৩টি উইকেট।
১২. টেন্ট বোল্টঃ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ক্রিকেট টুডের সেরা একাদশে জায়গা হয়নি নিউজিল্যান্ড পেসার টেন্ট বোল্ট। তবে ক্রিকেট টুডের ঘোষিত একাদশের দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন এই বাহাতি কিউই পেসার।