সিলেট স্ট্রাইকার্স টানা চার হারে কোন পয়েন্ট ছাড়াই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। হারের পর হার, দুর্বল দল গঠন, মাশরাফিকে নিয়ে সমালোচনা, মালিকপক্ষের পেশাদারিত্ব এসব বিতর্কের পর আজ সিলেটের পঞ্চম ম্যাচে দর্শকে গ্যালারিপূর্ণ দিনে মাঠে মাশরাফির সিলেট।
বিপিএল এর ১৬ তম ম্যাচে ফরচুন বরিশালের সাথে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দ্যা ম্যাশ। তাতেই যেন ব্যাকপুটে চলে যায় সিলেট। ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল পুরো ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান। ইনিংস বিরতি শেষে সিলেট স্ট্রাইকারস মাঠে নামবে ১২০ বলে ১৮৭ রানের বিশাল টার্গেট নিয়ে।
ফরচুন বরিশাল ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও ৩৩ রানে প্রিতম কুমারকে হারালেও পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদের ৬৬ রান ভর করে ও শেষের দিকে মাহমুদউল্লাহর ৫১ রানের ঝড়ে ইনিংসে দলীয় রান দাঁড়ায় ১৮৬। পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদের ৬৬ রান করতে খরচ করেন ৪১ বল। এতে ২ টি ছয় ও ৯ টি চারের মার রয়েছে। আর মাহমুদউল্লাহ ইনিংসটি বলে ২ ছয় ও ৭ চারে সাজানো।
এছাড়া সৌম্য সরকার ১৭ বলে ২০ রান, মুশফিকুর রহমান ১৯ বলে ২২ রান ও মেহেদী মিরাজ ৬ বলে ১৫ রানের এক কার্যকরী ইনিংস খেলেন।