জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
এটিএন নিউজ এর এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন- টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফর্মেন্স তাতে আমাদের অনেক হতাশ করেছে, ক্রিকেটার ও বোর্ডের মধ্যে অনেক কিছু” এ বিষয়ে প্রধান মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় তার মন্তব্য।
উত্তরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জানান “কেনো আপনারা এতো হতাশ হন কেনো? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছেন আপনি কখনো, ব্যাট বল ধরেছেন,মাঠে গেছেন? সেই জন্যই জানেন না। কখন যে ব্যাটে বলে ঠিকমত লাগবে আর ছক্কা হবে সেটা সব সময় সব অংকে মেলে না। এটাই বাস্তবতা। যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি।
আমি আমাদের ছেলেদেরকে হতাশ করি না, আমি তাদেরকে বলি আরো মনোযোগী হও, আরো প্র্যাক্টিস করো। করোনার কারণে খেলোয়াড়েরা তেমন প্রাকটিস করতে পারে নি। তারা বিশ্বকাপে যে খেলেছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে এটাই বড় কথা। যেটুকুই পেরেছে আমি চাচ্ছি আরো ট্রেনিং করাতে ও আরো উন্নতি করাতে। কথায় কথায় হতাশ হওয়া ভালো না, এটা আমাদের একটা মানসিক রোগের মত হয়ে গেছে। একটুতেই হতাশ একটুতেই উৎফুল্ল, কোনোটাই ভালো না। ধর্য ধরেন আগামীতে ভালো খেলবে”