বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার শেষ ওডিআই ম্যাচে টসে জিতে শ্রীলংকা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু শ্রীলংকার ওপেনাররা শুরুটা ভালো করতে পারেনি। পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দোর কেউই দুই অংকের ঘরেও পৌঁছতে পারেনি। নিশাঙ্কা ৮ বলে ১ রান আর আভিস্কা ৬ বলে ৪ রান করে আউট হয়ে ফেরেন। এর পর কুশল মেন্ডিস ও সাদিরা সামবিক্রমা ধরে খেলার চেষ্টা করেন কিন্তু এই জুটিও বেশি দূর এগোতে পারেনি
কুশল মেন্ডিস ৫১ বল খেলে ২৯ রান করেন আর অন্যদিকে সাদিরা ১৫ বল খেলে ১৪ রান করেন। এর পর চারিথ আসালংকা ও জেনিথ লিয়ানাগে মিলে দলের স্কোর বড় করতে থাকেন ৪৬ বল খেলে ৩৭ রান করে আসালাঙ্কা আউট হয়ে ফিরলেও এক দিকে নিজের ইনিংস বড় করতে থাকেন জেনিথ। তবে শেষ দিকের ব্যাটার অইল্লালাগে ও হাসারাঙ্গা ভালো সঙ্গ দিতে না পারলেও মহিষ থিকসানা যোগ্য সঙ্গ দিয়েছেন জানিথ লিয়ানাগেকে। থিকসানা একদিকে শুধু ধরে খেলতে থাকেন। রান তোলার দায়িত্ব তিনি জানিথকে দিয়ে রেখেছিলেন।
শেষ পর্যন্ত জেনিথ লিয়ানাগে শতরান তুলে নিয়ে দলকে ১৩৪ রানের পুঁজি এনে দেয়। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রান।