একবার ভাবুন তো ক্রিকেট ম্যাচে দর্শক শূন্য গ্যালারি দেখতে আপনার কাছে কেমন লাগে? ঠিক যেই অনুভুতিটা আপনার হচ্ছে দেশের নারী ক্রিকেটের দিকে তাকালে আপনার একই অনুভূতি হবে। চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যেকার সিরিজ। আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা ৮ এ থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরপুর শেরে বাংলার একাডেমি মাঠে লড়ছে আইসিসির র্যাঙ্কিংয়ে ১১ তম স্থানে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে।
সিরিজ শুরুর কয়েকদিন আগেই বিসিবি প্রেস কনফারেন্স করে জানিয়েছে প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আর এই সিরিজের জন্য স্পনসর পেয়েছেন তারা।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং মোঃ ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও অজয় কুমার কুন্ডু।
এর পর ট্রফি উম্মোচনও হয়েছে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে। আজ থেকে শুরু হয়েছে খেলা, কিন্তু এতো আয়োজনে খেলা শুরু হলেও খেলা দেখতে দর্শক নেই মাঠে। দেশের ক্রিকেট যেনো দিন দিন আরো বেশি দর্শক শূন্যতায় ভুগছে। তবে কি ক্রিকেট থেকেই দূরে সরে যাচ্ছে ভক্তরা নাকি শুধুই দেশের ক্রিকেটে অনীহা দর্শকদের।
অনেকেরই জানা বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের ক্রিকেটারদের ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিউ বাড়ায়। তার মানে বাংলাদেশে ক্রিকেট ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। তাহলে দেশের সব দর্শক কি শুধুই অনলাইনে ক্রিকেটের খবর দেখে, নাকি ক্রিকেট প্রেমীও। আর যদি ক্রিকেট প্রেমী হয় তাহলে মাঠে এসে খেলা দেখতে দর্শকের এতো অনীহা কেনো? এই প্রশ্নের সঠিক উত্তর দেয়ার মতো কাউকে বিসিবিতে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন।
কয়েকদিন আগেই বোর্ডের বড়বড় কর্মকর্তার রদবদল হয়েছে। অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু দেশের খেলার আদৌ কি কোনো উন্নতি হচ্ছে , হয়তো সেটা সময় বলে দেবে। তবে বর্তমান সময়ের প্রশ্ন হচ্ছে বিসিবি কি আদৌ দর্শকদের মাঠে আসতে কোনো উৎসাহ তৈরী করছে। নাকি তারাও সোশ্যাল মিডিয়া রাইটস আর টিভি রাইটস বিক্রি করায় মাঠে দর্শক টানতে নিজেরাই উৎসাহী নয়। আর যদি সেটাই হয় তাহলে হয়তো ক্রিকেট তার সৌন্দর্য হারাতেই থাকবে দিন দিন।