আজ সন্ধ্যায় বিপিএল অফিসিয়াল থিম সংয়ের গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলো বিসিবি। যেখানে প্রকাশ করা হয় “আবার এলো বিপিএল” শিরোনামের গানটি। বিপিএল ২০২৫ এর থিম সং এ ছিলো নানা চমক। গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক মুজা, রাফা ও জুলাই আন্দোলনে আওয়াজ উডা বাংলাদেশ গানের রাপার হান্নান। গানটিতে নাচের মডেল হিসেবে ছিলেন হৃদি শেখ।
গানের শুরুতেই মুজার অন্ধকার থেকে হেটে আসা থেকে শুরু করে রাফার এন্ট্রি, এর পর হান্নানের র্যাপ আর সেই সাথে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখের নাচ রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। গানের সুর দর্শকদের মন কাড়ার মত।
বিপিএল এর থিম সং প্রকাশের পর কণ্ঠশিল্পী মুজা এই গান নিয়ে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি এসময় বিসিবিকে এমন সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রাফা ও জুলাই আন্দোলনে আওয়াজ উডা বাংলাদেশ গানের রাপার হান্নান এর সঙ্গে এমন একটা থিম সং প্রকাশ করতে পেরে তার অনুভূতি প্রকাশ করেন।
বিপিএল অফিসিয়াল থিম সং এর গ্রান্ড লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।