আবার ও আরেকটা চমক দেখতে পেল গোটা ক্রিকেট সাম্রাজ্য। ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও বিভিন্ন ভাবে কলকাতার ” দাদা ” উপাধিখ্যাত চমক দিয়েছেন। ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে সফল হওয়ার পর এখন দায়িত্ব সামলাচ্ছেন বিসিসিআইয়ের! এখন আবার নতুন করে আইসিসির আরেকটি ইভেন্টের দায়িত্ব সামলাবেন সৌরভ গাঙ্গুলী। গুঞ্জন উঠেছিল শশাঙ্ক মনোহর এর পদত্যাগের পর পরই – ” ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন ভারতের সৌরভ গাঙ্গুলী “। এ গুঞ্জন’টা দিন শেষে সত্য হয় নি : আইসিসির প্রধানের চেয়ারে বসা হয়নি সৌরভ গাঙ্গুলীর।
পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে যুক্ত হয়েছেন বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আজ বুধবার ( ১৭ নভেম্বর ) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
এর পূর্বে সৌরভ আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক বর্তমান ভারত ক্রিকেট এর বোর্ড প্রেসিডেন্ট। ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসাবে এসেছিলেন কুম্বলে 2012 সালে। এরপর 2016 সালে তাকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি 2019 সালে। নয় বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এ বার তার জায়গায় তারই সতীর্থ সৌরভ গাঙ্গুলী। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে অন্যতম বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিক মতো মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। মূলত প্রশাসনিক কাজই করে থাকে এই কমিটি।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয় নিয়ে সৌরভ গাঙ্গুলীর প্রশংসা করে বলেন : “সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ। আমি অনিল কুম্বলেকেও অনেক ধন্যবাদ দিতে চাই। এত বছর ধরে দারুণ কাজ করার জন্য। “
একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই সৌরভ গাঙ্গুলীর এই পদে অনেক কিছু দেয়ার রয়েছে এবং ক্রিকেটপ্রেমী হিসেবে এটা বিশ্বাস করাই যায় সৌরভ গাঙ্গুলী অবশ্যই সফলতার সহিত কাজগুলো করবেন এবং দিনশেষে সমগ্র ক্রিকেটের-ই উন্নয়ন উন্নতি হবে।