অবশেষে চুড়ান্ত হলো ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়সূচী, যেখান তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বিশ্বকাপের বিশ্ব আসরের জমজমাট লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চুড়ান্ত হলো আরো একটি বিশ্বকাপের সময়সূচী। তবে এবার আর জাতীয় দল নয় সেই বিশ্বকাপে অংশ নেবে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। আগামী ১৪ই জানুয়ারী থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ এবং শেষ হবে ৫ই ফেব্রুয়ারি। ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
অপরদিকে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘এ’ গ্রুপে ওদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৬ই জানুয়ারী ইংল্যান্ড যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন এরপর ২০শে জানুয়ারী ওরা খেলবে কানাডার বিপক্ষে। এরপর নিজেদের শেষ ম্যাচে ২২শে জানুয়ারী খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
অন্যদিকে বিশ্বকাপের ১৬ দলের মধ্যে ‘বি’ গ্রুপে থাকছে ভারত, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে উগান্ডা। ‘সি’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গী হিসেবে থাকছে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের পরিবর্তে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ড।
একনজরে যুব বিশ্বকাপের গ্রুপিংঃ
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ‘বি’ : ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা।
গ্রুপ ‘সি’ : পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : অস্ট্রেলিয়া,ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।