আন্তর্জাতিক এবং ঘরোয়া সবধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরান।
তাকে বলা হয় বাংলাদেশ দলের ঘরোয়া লিগের রান মেশিন। অথচ ঘরোয়া লিগে একের পর দুর্দান্ত পারফরম্যান্স করার পরও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের চোখে ভাসে না তার নাম। যদিও এতোদিন চোটের সাথে লড়াই করে জাতীয় দলে আরেকবার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন আজকের এইদিনে (২০শে নভেম্বর) যশোরের জন্ম নেওয়া বাংলাদেশী ক্রিকেটার তুষার ইমরান। তবে আজ নিজের ব্যক্তিগত ফেজবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে সবধরণের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন এই ডানহাতি ব্যাটার।
ফেজবুকে দেওয়া সেই স্ট্যাটাসে তুষার লিখেছেন, “আগামীকাল প্রথম শ্রেণীর ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাবো। দোয়া করবেন”
২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করা তুষার ইমরান পরের বছরই (২০০১) সালে ডাক পায় বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে দলে। এরপরের বছরই অভিষেক হয় বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে। তবে জাতীয় দলে তিনি তেমন থিতু হতে না পারলে নিয়মিত ঘরোয়া লিগে পারফরম্যান্স করতেন তিনি।
তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট টেস্ট ম্যাচ খেলেছেন ৫টি এবং রান করেছেন মাত্র ৮৯। অন্যদিকে ৪১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন ৫৭৪। তবে জাতীয় দলে তেমন সফল হতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত। ১৮২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪২.৭৫ গড়ে রান করেছেন ১১৯৭২। যা কিনা বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রয়েছে সর্বোচ্চ ৩২টি শতক এবং ৬৩টি অর্ধশতক এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক শতক এবং ৩০ অর্ধশতকে সংগ্রহ করেছেন ৪৪৩৯ রান।