সর্বশেষ অনুষ্ঠিত হওয়া মহা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই দেশের ক্রিকেটমহলে কোচিং স্টাফ নিয়ে অনেক সমালোচনা – আলোচনা হচ্ছে ; এমনকি ইতিমধ্যে বিশ্বকাপ ব্যর্থতার পর ফিল্ডিং কোচ সাউথ আফ্রিকান রায়ান কুক এর সাথে সম্পর্ক শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোকে বিসিবি চাকরীচ্যুত করে নাই বরং জুলিয়ান নিজ ইচ্ছায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগোতে চাচ্ছে না।
২০১৯ সালের আগস্ট মাসে প্রাথমিকভাবে দুই বছরের জন্য টাইগারদের ফিজিও হিসিবে বিসিবিতে যোগ দেন এই ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো।
জুলিয়ান একজন ফিজিও হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। ইতোপূর্বে তিনি গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেছেন।
তাছাড়া ক্রিকেট মহলের মহাপরাক্রমশালী দল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা আছে তার ; এমনকি ক্রিকেটের বাইরে সেইলিং রাগবি ইউনিয়ন আইস হকি সহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন জুলিয়ান
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলিয়ান বলেন : ” আমার ইনিংস শেষ (আপাতত)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর আমি ভেবেচিন্তে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মহামারীর মাঝে আন্তর্জাতিক ভ্রমণকারী ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসাবে সকল সুবিধা থাকা সত্ত্বেও দলের সকল সঙ্গী ও খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ ‘ বায়ো-বাবল-লাইফ ’-এর কোয়ারেন্টাইন এবং ভ্রমণের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। সর্বশেষ ১৮ মাসে ১০০টিরও বেশি পিসিআর পরীক্ষায় আমার নাকের ছিদ্র এখনও ব্যথা করে! ইডেন গার্ডেনে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে আমাদের ডে-নাইট পিঙ্ক বলের টেস্ট ম্যাচে জনতার অবিরাম উল্লাস আমার মনে অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জয় অত্যন্ত গর্বিত কিছু। এখন শ্বাস নেওয়ার সময়। ঘুমানোর সময়। চুল কাটা জন্য সময়ও! “
জুলিয়ান ক্যালেফাতো বিসিবির সাথে চুক্তি নবায়ন না করার বিষয়টি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম।
জুলিয়ানের বিষয়ে আকরাম খান বলেন : ” হ্যাঁ, এই (পাকিস্তান) সিরিজের পর সে আর থাকছেনা। মূলত তার পারিবারিক সমস্যার কারণে তাকে ছাড়তে হচ্ছে। সে দেশে ফিরে যাচ্ছে পাকিস্তান সিরিজের পরই। “
মূলত, জুলিয়ান নিজেকে বিশ্রাম দেয়ার জন্য, নিজের পরিবারকে সময় দেয়ার জন্য, নিজেকে সময় দেয়ার জন্য এখন চাকরি রিনিউ বা চাকরির মেয়াদ বৃদ্ধি করছে না!