আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বাংলাদেশের ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীর মাথায় পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির করা একটি বল এসে আঘাত হানে। বলটি বাউন্স ভেবে ছেড়ে দেন ইয়াসির কিন্তু বলটি তার ভাবনা অনুযায়ী উপরে না উঠে তার হেলমেটে আঘাত করে। পরক্ষনেই মাঠে ফিজিও এসে তাকে চিকিৎসা দেন। সেই মুহূর্তে বিষয়টি খুব একটা গুরুত্ব দেন নাই ইয়াসির কিন্তু ম্যাচের আরো এক ওভার খেলার পর তিনি প্রচন্ড মাথা ব্যাথা অনুভব করেন। যা নিয়ে ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিলো রাব্বির।
এর ফলে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তার পরিবর্তে মাঠে নামেন নুরুল হাসান সোহান। ইয়াসিরকে সরাসরি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তাকে মাথায় আঘাতের জন্য সিটি স্ক্যান করানো হয়েছে।
স্ক্যানে তেমন কোনো ইনজুরি পাওয়া যায়নি এবং তিনি চিকিৎসাগতভাবে স্থিতিশীল। তবে সতর্কতা হিসেবে তাকে ২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বিসিবি।
তিনি চলমান টেস্টে আর কোন অংশে খেলছেন না এবং নুরুল হাসান সোহান প্লেয়িং ইলেভেনে কনকশন সাব হিসেবে তার জায়গায় এসেছেন।